Placeholder canvas

Placeholder canvas
HomeCurrent NewsMonkeypox: কেরল-দিল্লির পর এবার কি তেলেঙ্গনায় মাঙ্কিপক্সের হানা!

Monkeypox: কেরল-দিল্লির পর এবার কি তেলেঙ্গনায় মাঙ্কিপক্সের হানা!

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্ক: চোখ রাঙাচ্ছে মাঙ্কিপক্স। কেরলের পর এবার তেলঙ্গানায়। এবার বিদেশ ফেরত এক যাত্রীর দেহে মাঙ্কিপক্সের উপসর্গ মিলেছে। রবিবার তেলঙ্গানার কামারেড্ডি জেলায় এক ব্যক্তির দেহে মাঙ্কিপক্সের উপসর্গ দেখা যায়। ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। রবিবারই তাঁর নমুনা পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছে।

জানা গিয়েছে, ওই ব্যক্তি গত ৬ জুলাই কুয়েত থেকে ফিরেছিলেন। তিনি জ্বর নিয়ে নাল্লাকুন্টার হাসপাতালে ভর্তি হন। রবিবারই তাঁর নমুনা পরীক্ষা করা হয়। রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তি ছজনের সংস্পর্শে এসেছিলেন। ইতিমধ্যেই তাঁদের চিহ্নিত করে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ভারতে প্রথম মাঙ্কিপক্স ধরা পড়ে৷ তারপর ১৮ ও ২২ জুলাই আক্রান্ত হন আরও দু’জন৷ ওই তিনজনই কেরলের বাসিন্দা৷ বাইরে থেকে আসার পরই তাঁরা আক্রান্ত হন মাঙ্কিপক্সে৷ কিন্তু দিল্লির বাসিন্দা চতুর্থ সংক্রমিত ব্যক্তি কখনও বাইরে যাননি৷ কীভাবে তিনি সংক্রমিত হলেন সেটাই এখন জানার চেষ্টা করছেন চিকিৎসকরা৷ এদিকে অল্প সময়ের ব্যবধানে ভারতে পরপর মাঙ্কিপক্সের হানাদারিতে উদ্বিগ্ন স্বাস্থ্যমন্ত্রক৷ ভারতে প্রথম মাঙ্কিপক্স হানা দিতেই কেন্দ্র ও রাজ্যের তরফে একাধিক সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়৷

আরও পড়ুন: SBI Bad Loan: ঋণখেলাপি রাঘব বোয়ালদের নাম প্রকাশে অস্বীকার এসবিআইয়ের

এদিকে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়া মাঙ্কিপক্সকে গতকালই গ্লোবাল হেলথ ইর্মাজেন্সি বা পৃথিবীর জন্য জরুরি অবস্থা ঘোষণা করে হু৷ মাঙ্কিপক্সের লক্ষণগুলি সাধারণত জ্বর, মাথাব্যথা, পেশিতে ব্যথা, পিঠে ব্যথা, ঠান্ডা লাগা এবং ক্লান্তি থেকে শুরু হয়। এই রোগে আক্রান্ত হলে সাধারণত দুই থেকে চার সপ্তাহ স্থায়ী হয় এবং সংক্রমণের পাঁচ থেকে ২১ দিনের মধ্যে যে কোনও জায়গায় উপসর্গ দেখা দিতে পারে। একবার মাঙ্কিপক্সে আক্রান্ত হয়ে জ্বর হলে, প্রথমে বসন্ত রোগের মতোই একটি দুটি করে গুটি দেখা যায় শরীরে। এক থেকে তিন দিন পর তা সারা শরীরে ছড়িয়ে পড়ে৷ বেশিরভাগ ক্ষেত্রেই মুখ থেকে শুরু হয়ে শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে৷

আরও পড়ুন: China Border: ২০ দিন পর খোঁজ মিলল চীন সীমান্তে নিখোঁজ আরও দুই শ্রমিকের

মাঙ্কিপক্সের লক্ষণগুলি সাধারণত জ্বর, মাথাব্যথা, পেশিতে ব্যথা, পিঠে ব্যথা, ঠান্ডা লাগা এবং ক্লান্তি থেকে শুরু হয়। এই রোগে আক্রান্ত হলে সাধারণত দুই থেকে চার সপ্তাহ স্থায়ী হয় এবং সংক্রমণের পাঁচ থেকে ২১ দিনের মধ্যে যে কোনও জায়গায় উপসর্গ দেখা দিতে পারে। একবার মাঙ্কিপক্সে আক্রান্ত হয়ে জ্বর হলে, প্রথমে বসন্ত রোগের মতোই একটি দুটি করে গুটি দেখা যায় শরীরে। এক থেকে তিন দিন পর তা সারা শরীরে ছড়িয়ে পড়ে৷ বেশিরভাগ ক্ষেত্রেই মুখ থেকে শুরু হয়ে শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে৷

ক্যামেরুন, আফ্রিকা, কঙ্গো, গ্যাবন, লাইবেরিয়া, নাইজেরিয়া, কঙ্গো প্রজাতন্ত্র এবং সিয়েরা লিওনের মতো মধ্য ও পশ্চিম আফ্রিকার বহু দেশে দাপট দেখাচ্ছে মাঙ্কিপক্স। আমেরিকা, ব্রিটেন, বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, পর্তুগাল, স্পেন, সুইডেন, অস্ট্রেলিয়া, কানাডা, অস্ট্রিয়াতেও থাবা বসিয়েছে মাঙ্কিপক্স। বিশ্বের ৫৭টি দেশে এখনও পর্যন্ত সাড়ে ৮ হাজার মানুষ মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন। যদিও এতদিন ধরে ভারতে কেউ মাঙ্কিপক্স ভাইরাসে আক্রান্ত হননি৷

আরও পড়ুন: Gorakhpur: গোরক্ষপুরে জমি সংক্রান্ত বিবাদে পুলিসের গুলিতে আহত ৩

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Sunil Chhetri | ভারতীয় ফুটবলে যুগের অবসান, ৬ জুন শেষ ম্যাচ খেলে অবসর সুনীল ছেত্রীর
03:38:43
Video thumbnail
Mamata Bnerjee | ইন্ডিয়া জোটে আছি, থাকব : মমতা
01:17:56
Video thumbnail
আজকে (Aajke) | দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান
00:00
Video thumbnail
Fourth Pillar | বিচারকদের গলায় উল্টো সুর, পরিবর্তনের হাওয়া কি বিচার ব্যবস্থাও টের পেয়েছে?
00:00
Video thumbnail
Fourth Pillar | বিচারকদের গলায় উল্টো সুর, পরিবর্তনের হাওয়া কি বিচার ব্যবস্থাও টের পেয়েছে?
14:59
Video thumbnail
আজকে (Aajke) | দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান
10:32
Video thumbnail
বাংলার ৪২ | বসিরহাটে কোন দল এগিয়ে?
04:52
Video thumbnail
Politics | পলিটিক্স (16 May, 2024)
13:20
Video thumbnail
Mamata Banerjee | 'ভোটের পর লোডশেডিং করে রেজাল্ট বদল', হলদিয়া থেকে ‘গদ্দার’ তোপ মমতার
03:44:05
Video thumbnail
পলিট্রিক্সের গ্রিনরুম (পর্ব-৭) | Arvind Kejriwal | কেজরিওয়াল আর আন্না হাজারেতে ফাটল কেন?
05:11:46