Placeholder canvas

Placeholder canvas
HomeদেশSikkim Accident: সিকিমে দুর্ঘটনায় প্রাণ হারালেন মহারাষ্ট্রের ৫ পর্যটক

Sikkim Accident: সিকিমে দুর্ঘটনায় প্রাণ হারালেন মহারাষ্ট্রের ৫ পর্যটক

Follow Us :

শিলিগুড়ি: সিকিমে বেড়াতে এসে প্রাণ হারালেন মহারাষ্ট্রের ৫ পর্যটক। উত্তর সিকিমের লাচুং-চুংখাং সড়কের ঘটনা। সিকিম প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত ৮টা নাগাদ লাচুং থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে খেদুম’য়ে দুর্ঘটনাটি ঘটেছে। মৃতরা হলেন- জয়ান পারমার (১৪), হিরাল পারিমিয়া (১৫), দেবাংশী পারিমিয়া (১০), তোরাল পারিমিয়া (৩৭) ও সুরেশ পারিমিয়া (৪০)। এছাড়া গাড়ির চালক সামী বিশ্বকর্মাও নিহত হয়েছেন।

মহারাষ্ট্র থেকে সিকিম ঘুরতে এসেছিলেন ওই ৫ জন পর্যটক। শনিবার লাচুং থেকে ফেরার পথে পাহাড়ের বাঁক নিতে গিয়ে খাদুমের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ৫০০ ফুট গভীর খাদে পড়ে যায় গাড়িটি। রাতেই স্থানীয় পুলিশ ও সেনাবাহিনীর তরফে উদ্ধারকাজ শুরু হয়। রবিবার সকালে লাচুং, চুংথাং ও মাঙ্গান থানার পুলিস, সেনাবাহিনী, লাচুং হোটেল অ্যাসোসিয়েশনের স্বেচ্ছাসেবক, উত্তর সিকিম ড্রাইভার অ্যাসোসিয়েশন, স্থানীয় বাসিন্দারা খেদুং নামের জায়গায় গাড়ির টায়ারের চিহ্ন দেখতে পান।

চলছে উদ্ধারকাজ

ঘটনাস্থলটি পরীক্ষা করে আরও কিছু গাড়ির ধ্বংসাবশেষ দেখতে পায় দলটি। যা ছিল পাহাড় থেকে প্রায় ৬০০ ফুট নিচে। সকলে মিলে ৫ জন পর্যটকের দেহ উদ্ধার করেন। স্থানীয় ড্রাইভার তখনও নিখোঁজ ছিলেন। পরে অনেক খোঁজাখুজির পর গাড়িচালকের দেহও উদ্ধার হয়। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃতদের পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। মৃতদেহগুলি ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে। কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা জানতে তদন্ত শুরু করেছে সিকিম পুলিশ।

RELATED ARTICLES

Most Popular