Placeholder canvas

Placeholder canvas
HomeCurrent Newsযোগীর উন্নয়নে গর্বিত মোদির টুইট, টিপ্পনী বিরোধীদের

যোগীর উন্নয়নে গর্বিত মোদির টুইট, টিপ্পনী বিরোধীদের

Follow Us :

নয়াদিল্লি: রাজ্যের উন্নয়নের ছবি তুলে ধরতে গিয়ে আগেই মুখ পুড়েছে মুখ্যমন্ত্রীর । কিন্তু, এই মুখ্যমন্ত্রী মানুষটি তো আর যেমন-তেমন কেউ নন । তিনি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অতি কাছের, অতি প্রিয় পাত্র যোগী আদিত্যনাথ । তাই যখন গোটা দেশের মানুষ যোগীর ‘ভুলে ভরা’ উন্নয়নের নিন্দায় সরব, তখন ‘প্রিয় পাত্রে’র হয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী স্বয়ং । ঘটা করে টুইট করলেন, উত্তর প্রদেশের উন্নয়ন দেখে তিনি নাকি মুগ্ধ ।

উত্তর প্রদেশ। এই একটি শব্দের মধ্যেই লুকিয়ে রয়েছে হাজারো বিতর্ক । হাজারো যন্ত্রণা । হাজারো নারী নির্যাতন । হাজারো দুর্নীতির অভিযোগ । একাধিক অভিযোগ উঠেছে স্বয়ং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ-এর বিরুদ্ধে । রাজ্যের উন্নয়ন এবং নিরাপত্তা একেবারেই তলানিতে ঠেকেছে বলে বারবার অভিযোগে সরব হয়েছেন বিরোধীরা । প্রায় প্রতি মাসেই একটি বা দুটি করে ভয়াবহ নারী নির্যাতনের খবর উঠে আসে এই উত্তর প্রদেশ থেকে । একাধিক বিতর্কের কেন্দ্র বিন্দু সেই উত্তর প্রদেশ এবং তার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ-এর ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রী মোদির । বেশ অহংকারের সঙ্গে প্রধানমন্ত্রীকে টুইট করতেও দেখা গেল, যেখানে তিনি লিখলেন, ‘ উত্তর প্রদেশের উন্নয়ন দেখে আমার গর্ব হয় । এক সময় এই উত্তর প্রদেশকে পিছিয়ে পড়া রাজ্যের উদাহরণ হিসেবে তুলে ধরা হতো । আর আজ দেশের উন্নয়নশীল রাজ্যগুলির উদাহরণ হিসেবে উত্তর প্রদেশের নাম করা হয়’ ।

আরও পড়ুন-অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের ইস্তফা, দায়িত্ব পেলেন গোপাল মুখোপ্যাধ্যায়

প্রধানমন্ত্রী এহেন প্রশংসায় ভ্রু কুঁচকাচ্ছেন বিরোধী নেতারা । এখনও পশ্চিমবঙ্গের মা উড়ালপুলের ছবি নিজ রাজ্যের উন্নয়নের বলে দাবি করে, বিজ্ঞাপন করার পর কটাক্ষের শিকার হওয়া যোগী বিতর্ক থেকে দূরে যেতে পারেননি । নিজেদের ভুল অন্যের ঘাড়ে চাপিয়ে দায় মুক্ত হওয়ার চেষ্টা করেছে বিজেপি নেতৃত্ব । তাও বিতর্ক থেকে মুক্তি পায়নি ‌। এই অবস্থায় যোগীর সমর্থনে প্রধানমন্ত্রীর এহেন মন্তব্যের পর বিরোধীদের ব্যঙ্গ, “শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী । আসলে আগামী নির্বাচনে উত্তর প্রদেশে পরিবর্তন নিশ্চিত । ক্ষমতা হারাচ্ছেন বুঝেই এখন এমন কাজ করছেন যোগী-মোদিরা ।

RELATED ARTICLES

Most Popular