Placeholder canvas

Placeholder canvas
HomeদেশTripura election result 2021: পুরভোটে গেরুয়া ঝড়ের মাঝেই ত্রিপুরায় খাতা খুলল তৃণমূল

Tripura election result 2021: পুরভোটে গেরুয়া ঝড়ের মাঝেই ত্রিপুরায় খাতা খুলল তৃণমূল

Follow Us :

আগরতলা: পুরভোটে ত্রিপুরায় আবারও গেরুয়া ঝড়। ৯৯ শতাংশ আসন নিজেদের দখলে রাখল বিজেপি। বামেদের হাতছাড়া হল আগরতলা পুরসভা। ত্রিপুরায় প্রথম বার নির্বাচনে অংশ নিয়ে আগরতলাকে (Tripura election result 2021) পাখির চোখ করেছিল তৃণমূল। বিরোধীদের সঙ্গে শাসক দলের সংঘাতের জেরে আগরতলাই হয়ে উঠেছিল ত্রিপুরা পুরভোটের ভরকেন্দ্র। ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের কাছে আগরতলা পুরভোট হয়ে ওঠে প্রেস্টিজের লড়াই (Agartala election result 2021)। এই লড়াইয়ে শেষ পর্যন্ত জিতল বিজেপি-ই। ৫১টা ওয়ার্ডের মধ্যে ৫১টি তাদের দখলে।

বিজেপির এই সাফল্যকে যদিও স্বীকৃতি দিতে নারাজ বিরোধীরা। ত্রিপুরায় টিএমসির কনভেনার সুবল ভৌমিক নির্বাচন ফল পরবর্তী প্রতিক্রিয়ায় জানান, সন্ত্রাস করেছে শাসক দল। ভয় দেখিয়ে ভোটারদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগে বাধা দেওয়া হয়েছে। সন্ত্রাসের আবহে ভোট হয়েছে। সেই কারণে এমন ফল। জনমত প্রতিফলিত হয়নি।

যদিও বামেরা এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানায়নি। বামেদের জন্য বড় ধাক্কা আগরতলা পুরসভা তাদের হাতছাড়া হওয়া। শূন্য হাতে ফিরতে হয়েছে বামেদের। ত্রিপুরার প্রধান বিরোধী দল হয়েও বামেরা সর্বসাকুল্যে পেয়েছে মাত্র ৩টি আসন। তৃণমূল পেয়েছে একটি আসন। TIPRA পেয়েছে একটি আসন। মোট ৩৩৪টি আসনের লড়াইয়ে বিজেপি একাই জিতেছে ৩২৯টি আসনে। এর মধ্যে ১১২টি আসনে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী।

আরও পড়ুন- আমবাসার জয়ী প্রার্থীর নাম বলতেই হিমশিম খেল তৃণমূল!

ত্রিপুরা পুরভোটে তৃণমূলের জন্য তাৎপর্যপূর্ণ বিষয় হল, প্রথম বার লড়াই করতে নেমেই খাতা খোলা। আমবাসা পুর পরিষদ বিজেপি পেলেও সেখানে তৃণমূল একটি আসন পেয়েছে। জয়ী হয়েছেন সুমন পাল। পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার টিএমসির এই জয়কে ত্রিপুরায় ঘাসফুল শিবিরে সান্ত্বনা পুরস্কার হিসেবে কটাক্ষ করেছেন। তাঁর বক্তব্য, ‘এত টাকা খরচ করেও তৃণমূলকে একটি আসনেই সন্তুষ্ট থাকতে হল।’

তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ ত্রিপুরার ফলকে সদর্থক হিসেবেই দেখছেন। তাঁর বক্তব্য, ‘ত্রিপুরায় তৃণমূলের সংগঠনের বয়স আড়াই মাসও হয়নি। সেখানে খাতা খুলতে পারা সহজ কথা নয়। ত্রিপুরার মানুষকে, সেখানকার দলের কর্মীদের এই জন্য ধন্যবাদ।’ কুণালের কথায়, ‘পুরভোট ঘিরে তৃণমূল কর্মীদের উপর একাধিকবার হামলা হয়েছে। একাধিক মামলাও করা হয়েছে। ভোটের দিন পর্যন্ত সন্ত্রাস চালিয়েছে বিজেপি। ভোটারদের ভয় দেখানো হয়েছে। তার পরেও টিএমসিকে ত্রিপুরার শাসকদল ঠেকিয়ে রাখতে পারেনি।’ আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির পরাজয় নিশ্চিত বলেই তিনি দাবি করেন।

আরও পড়ুন – ত্রিপুরায় তৃণমূলের অভিষেক, আমবাসার একটি ওয়ার্ডে ফুটল ঘাসফুল

ত্রিপুরার শাসকদল জানিয়েছে, টিএমসিকে তারা বিরোধী শক্তি হিসেবে মনে করেনি। ত্রিপুরায় বামেরাই বিরোধী শক্তি ছিল। পুরভোটের পরেও তারাই বিরোধী শক্তি। যদিও আগরতলা পুরসভার ভোটে বিরোধী শক্তি হিসেবে দ্বিতীয় স্থানে উঠে এসেছে তৃণমূল। একমাত্র আগরতলাতেই তারা সবক’টি আসনে প্রার্থী দিয়েছিল।  

RELATED ARTICLES

Most Popular