Placeholder canvas

Placeholder canvas
HomeScrollঅরবিন্দ কেজরিওয়াল কৃতকর্মের ফল ভুগছেন, মন্তব্য আন্না হাজারের
Anna Hazare

অরবিন্দ কেজরিওয়াল কৃতকর্মের ফল ভুগছেন, মন্তব্য আন্না হাজারের

অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে প্রতিক্রিয়া দিলেন প্রবীণ সমাজকর্মী আন্না হাজারে

Follow Us :

নয়াদিল্লি: অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) কৃতকর্মের ফল ভুগ করছেন। এমনই মনে করছেন আন্না হাজারে (Anna Hazare)। অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে এই প্রতিক্রিয়া দিলেন প্রবীণ সমাজকর্মী আন্না হাজারে। একসময় আন্না হাজারের লোকপাল আন্দোলনের মধ্য দিয়ে উত্থান হয়েছিল কেজরিওয়ালের। তারপর রাজনৈতিক দল তৈরি করা এবং দিল্লির মসনদে বসা। আন্না হাজারে শুক্রবার বলেন, তিনি খুব বিরক্ত, কারণ অরবিন্দ কেজরিওয়াল তাঁর সঙ্গে অ্যালকোহলের বিরোধিতায় কাজ করতেন। তিনি এখন নিজেই মদ নীতি তৈরি করছেন। তাঁর গ্রেফতার তাঁর নিজের কাজের কারণে। কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী হওয়ার পরে মদের নীতি তৈরি করেছিলেন এবং হাজারে তাকে দুবার চিঠি লেখা সত্ত্বেও তিনি তাঁর কথা শোনেননি।

তিনি বলেন, আমি সবসময় বলেছি যে আমি দেশের কল্যাণকে সামনে রেখেছি। তাঁরা (অরবিন্দ কেজরিওয়াল এবং মণীশ সিসোদিয়া) এটি মাথায় রাখেনি। আইন এবং সরকার যা সঠিক তা করবে। আমি এখন তাঁদের কোনও উপদেশ দেব না। কেজরিওয়ালের এই অবস্থা দেখে আমি দুঃখিত বোধ করি না। হাজারে অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে ২০১০ এর দশকের শুরুতে লোকপাল আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। তিনি দাবি করেন কেজরিওয়াল মদের নীতি তৈরি করেছিলেন কারণ তিনি ভেবেছিলেন যে তিনি আরও অর্থ উপার্জন করবেন।

আরও পড়ুন: অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির প্রতিবাদে বিক্ষোভে উত্তাল দিল্লি

ইডি তাঁকে জিজ্ঞাসাবাদ করার পরে এবং তাঁর বাসভবন তল্লাশি করার পরে বৃহস্পতিবার সন্ধ্যায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করে। তিনি রাতটি ইডি হেফাজতে কাটিয়েছেন এবং শুক্রবার তাঁকে দিল্লি রাউজ অ্যাভিনিউ আদালতে পেশ করা হয়।

আরও খবর দেখুন

 

RELATED ARTICLES

Most Popular