Placeholder canvas

Placeholder canvas
HomeScrollনারী নির্যাতনের প্রতিবাদে বিধানসভায় তুমুল হল্লা বিজেপির
West Bengal Assembly

নারী নির্যাতনের প্রতিবাদে বিধানসভায় তুমুল হল্লা বিজেপির

মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি, স্পিকারকে কালো পতাকা, বাইরে বিক্ষোভ

Follow Us :

কলকাতা: সিএজির পর এবার বিধানসভায় (West Bengal Assembly) বিজেপির ইস্যু রাজ্য জুড়ে নারী নির্যাতন। বিভিন্ন জায়গায় নারী নির্যাতনের ব্যাপারে মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করে বুধবার বিধানসভায় মুলতুবি প্রস্তাব আনে বিজেপি। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee) তা নিয়ে আলোচনা করতে দেননি। মুখ্যমন্ত্রীর বিবৃতি সম্পর্কেও তিনি কিছু বলেননি। তারপরই বিজেপি বিধায়করা হইহই শুরু করেন। হাতে নানা স্লোগান লেখা প্ল্যাকার্ড নিয়ে তাঁরা বিধানসভা কক্ষেই স্লোগান দিতে থাকেন, চলে বিক্ষোভ। শাসকদলের সদস্যরাও পাল্টা স্লোগান দেন। পরে বিজেপি সদস্যরা বিধানসভা থেকে বেরিয়ে বাইরের গেটে বিক্ষোভ দেখান।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) আগেই জানিয়েছিলেন, দলের মহিলা বিধায়করা জেলায় জেলায় নারী নির্যাতনের প্রসঙ্গ বিধানসভায় তুলবেন। তাঁরা মুখ্যমন্ত্রীর বিবৃতিও দাবি করবেন। সেইমতোই এদিন অগ্নিমিত্রা পলের (Agnimitra Paul) নেতৃত্বে বিজেপি সদস্যরা নারী নির্যাতনের প্রসঙ্গ তোলেন। তাঁরা মুলতুবি প্রস্তাব আনেন। স্পিকার তা খারিজ করে দেন। আলোচনারও কোনও সুযোগ দেননি। তারপরই হইহল্লা শুরু হয়। স্পিকারকে কালো পতাকাও দেখানো হয়।

আরও পড়ুন: সন্দেশখালিতে ইডির উপর হামলা, সিট গঠনে স্থগিতাদেশ

পরে অগ্নিমিত্রা বলেন, রাজ্যে নারী নির্যাতন বেড়েই চলেছে। সম্প্রতি মালদহে এক নাবালিকাকে নৃশংসভাবে খুন করা হয়েছে। দিঘায় বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হন এক পর্যটক। রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী। অথচ মহিলাদের উপর নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে। বিধানসভায় কি শুধু পানীয় জলের সঙ্কট, রাস্তা খারাপ এসব নিয়ে আলোচনার জন্য আমরা আসি? বিধানসভা হল বিরোধীদের। সেখানে বিরোধীদের কথা বলতে দেবেন না স্পিকার। এরকম হলে কী করে চলবে। বিধায়ক বলেন, গতকালও স্পিকার সিএজি রিপোর্ট নিয়ে আলোচনা করতে দেননি। আজও নারী নির্যাতন নিয়ে বিরোধীদের কথা বলতে দেওয়া হল না। এরকম চললে বৃহস্পতিবার বাজেট অধিবেশন বয়কটের কথা ভাবতে হবে। রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বলতে হবে আমাদের। শাসকদলের মুখ্য সচেতক নির্মল ঘোষ বলেন, বিরোধীরা বিধানসভায় আসেন শুধু হাঙ্গামা করতে। ওরা গঠনমূলক আলোচনা চায় না। আমরা ওদের বিক্ষোভকে গুরুত্ব দিতে চাই না।

অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular