Placeholder canvas

Placeholder canvas
HomeScrollনতুন সংসদ ভবনের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হল সিআইএসএফকে

নতুন সংসদ ভবনের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হল সিআইএসএফকে

শুক্রবার যন্তর মন্তরে বিক্ষোভ দেখাবেন সাসপেন্ড হওয়া সাংসদরা

Follow Us :

নয়াদিল্লি: নতুন সংসদ ভবনের নিরাপত্তার (Security) দায়ি্ত্ব দেওয়া হল সিআইএসএফকে (CISF)। এতদিন সংসদ ভবনের নিরাপত্তার দায়িত্বে ছিল দিল্লি পুলিশ (Delhi Police)। সম্প্রতি সংসদে নিরাপত্তা ইস্যু নিয়ে শোরগোল পড়ে। ১৩ ডিসেম্বর দুই যুবক গ্যাস ক্যানিস্টার নিয়ে সংসদ ভবনের ভিতরে ঢুকেছিল। যা নিয়ে সরগরম হয় সংসদ চত্বর। বিরোধী সাংসদরা সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করেন। যার জেরে হট্টগোল হয়। ১৪৩ জন সাংসদকে ঘটনায় সাসপেন্ড করা হয়। যার রেশ এখনও রয়েছে।

গত সপ্তাহে সংসদে নিরাপত্তা লঙ্ঘন ঘটনাটি সামনে আসার পর এখন সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স বা সিআইএসএফ সংসদ ভবনের পাহারা দেবে। একটি বিজ্ঞপ্তিতে,স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, সিআইএসএফ প্রবেশকারীদের ঢোকানো সহ সমস্ত সম্পর্কিত দায়িত্ব গ্রহণ করবে। কমপ্লেক্সের মধ্যে নিরাপত্তা লোকসভা সচিবালয়ের দায়িত্বে থাকবে। অন্যদিকে দিল্লি পুলিশ বাইরের নিরাপত্তা দেখবে। এখন সিআইএসএফ বিমানবন্দর এবং পারমাণবিক স্থাপনা সহ ৩৫০টিরও বেশি জায়গায় নিরাপত্তা দেয়।

আরও পড়ুন:  সলমান খানের ভাই আরবাজ মেকআপ শিল্পীকে বিয়ে করছেন

এদিকে লোকসভা ও রাজ্যসভায় সাংসদের সাসপেনশনের প্রতিবাদে ইন্ডিয়া জোটের সাংসদরা দিল্লিতে সংসদ ভবন থেকে বিজয়চক পর্যন্ত মিছিল করলেন। সাংসদরা পরিকল্পনা করেছেন সাসপেনশনের প্রতিবাদে শুক্রবার দিল্লির যন্তরমন্তরে তাঁরা বিক্ষোভ দেখাবেন। কংগ্রেস সহ বিরোধীরা এটাকে গণতন্ত্রের উপর আঘাত বলে বর্ণনা করেছেন। দিল্লি কংগ্রেসের মুখপাত্র মুকেশ শর্মা বলেন, ইন্ডিয়া জোটের বেশিরভাগ নেতা, সাসপেন্ড হওয়া সাংসরা ওই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেবেন।

আরও খবর দেখুন

 

RELATED ARTICLES

Most Popular