Placeholder canvas

Placeholder canvas
HomeBig newsবাদুড়ের মলে কোন ভাইরাস? উদ্বেগ ছড়াচ্ছে সর্বত্র

বাদুড়ের মলে কোন ভাইরাস? উদ্বেগ ছড়াচ্ছে সর্বত্র

অজানা এই ভাইরাস কি মানুষের ক্ষতি করতে পারবে?

Follow Us :

নিউইয়র্ক: করোনা ভাইরাসের উৎস কী তা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে বিশ্ব জুড়ে। এরপর একের পর এক করোনা ভ্যারিয়েন্ট সামনে এসেছে। এবার নতুন এক ভাইরাসের (New Bat Virus) সন্ধান মিলল। বাদুড়ের মল থেকে একটি ভাইরাস পাওয়া গিয়েছে। যার থেকে মানুষের শরীরেও সমস্যা হতে পারে। আবিষ্কারকদের এই দাবি ঘিরে তোলপাড় শুরু হয়েছে। থাইল্যান্ডে (Thailand) ওই ভাইরাসের সন্ধান মিলল। একটি গবেষক গোষ্ঠী তার সন্ধান পেয়েছে। যাতে উদ্বেগ ছড়িয়েছে। একটি সংশ্লিষ্ট সংস্থার প্রধান ডাঃ পিটার দাসজাক বিশ্ব স্বাস্থ্য সংস্থার বৈঠকে এর আগে না দেখতে পাওয়া এই ভাইরাস সম্পর্কে বলেছেন। ওই ভাইরাসের এখনও নামকরণ করা হয়নি।

আরও পড়ুন: কত বছরের প্রাচীন কেন্দুলির জয়দেব মেলা? জেনে নিন কবে থেকে শুরু

পিটার দাসজ্যাক বলেছেন, আমরা প্রচুর সার্স-সম্পর্কিত করোনা ভাইরাস পেয়েছি। তবে বিশেষ করে আমরা খুঁজে পেয়েছি বাদুড়ের মধ্যে বেশ সাধারণ একটি ভাইরাস। আমরা এটিকে একটি সম্ভাব্য জুনোটিক প্যাথোজেন হিসাবে বিবেচনা করছি। একটি গুহায় বাদুড়ের মল থেকে ওই ভাইরাসের সংস্পর্শে আসা হয়। এর ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। উল্লেখযোগ্যভাবে, এই ব্রিটিশ বংশোদ্ভূত বিজ্ঞানী বারবার করোনার ল্যাব লিক তত্ত্বকে খারিজ করেছিলেন। এবং জোর দিয়েছিলেন করোনাভাইরাসের প্রাকৃতিক উৎস রয়েছে।

এই প্রতিবেদনটি সামনে এসেছে যখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা রিপোর্ট করেছে যে বিশ্বব্যাপী করোনা ভাইরাস বেড়েছে। হাসপাতালে ভর্তির সংখ্যা ৫০ টি দেশে ৪২ শতাংশ বেড়েছে।  উল্লেখ্য, আবার বাড়তে শুরু করেছে জেন.১ কোভিড ভ্যারিয়েন্ট। যা ফ্রান্সে গত সেপ্টেম্বরে দেখা গিয়েছিল। একটি রিপোর্ট অনুয়ায়ী ওই ভ্যারিয়েন্টে ৬০ শতাংশ জানুয়ারিতে আক্রান্ত। এই ভ্যারিয়েন্ট প্রচুর ছড়ালেও অবশ্য ঝুঁকির সম্ভাবনা কম। জেএন.১ উপ ভ্যারিয়েন্টকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ভ্যারিয়্যান্ট অফ ইন্টারেস্ট বলা হচ্ছিল।

আরও খবর দেখুন

 

RELATED ARTICLES

Most Popular