Placeholder canvas

Placeholder canvas
HomeScrollখাদ্যভবনে নিজের সার্ভিস রিভলবারের গুলিতে মৃত্যু কনস্টেবলের

খাদ্যভবনে নিজের সার্ভিস রিভলবারের গুলিতে মৃত্যু কনস্টেবলের

কীভাবে গুলি চলল, সেই বিষয়টি স্পষ্ট নয়

Follow Us :

কলকাতা: বড়দিনের রাতে খাদ্যভবনে (West Bengal Food and Supplies department) নিজের সার্ভিস রিভলবার থেকে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল কলকাতা পুলিশের এক কনস্টেবলের (Kolkata Police Constable)। ৫৩ বছর বয়সি ওই কনস্টেবলের নাম তপন দাস। জানা গিয়েছে,তপন পাল নামে ওই পুলিশকর্মী নিউ মার্কেট থানা এলাকার খাদ্যভবনে রিজার্ভ ফোর্স ব্যারাকের সামনে গুলিবিদ্ধ হন। গুলি তাঁর বুকে লাগে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। কীভাবে গুলি চলল, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন: রাতে কলকাতায় পা রাখলেন শাহ-নাড্ডা, যাবেন কালীঘাটে

পুলিশ সূত্রের খবর, ওই কনস্টেবলের বাড়ি হরিণঘাটায়। সোমবার রাতে গোটা শহর যখন ফেস্টিভ মুডে ছিল তখন আচমকাই ঘটে গেল এই ঘটনা। রাত ১০.৫০ থেকে ১১টার মধ্যে ডিউটিতে যাচ্ছিলেন পুলিশের রিজার্ভ ফোর্সের ওই অফিসার৷ খাদ্যভবনে ওই ব্যারাকের সামনে তপনের বুকে হঠাৎই গুলি লাগে। নিজের সার্ভিস রিভলবারের গুলিতেই গুরুতর আহত হন ওই কনস্টেবল। সহকর্মীরা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএমেএ নিয়ে যায়। হাসপাতালে তাঁর মৃত্যু হয়। ঘটনাস্থলে যান কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান আত্মঘাতী হয়েছেন ওই কনস্টেবল। আত্মহত্যা না এর পিছনে অন্য কোনও কারণ আছে কি না তাও খতিয়ে দেখছেন পুলিশ। পারিবারিক কোনও অশান্তি ছিল কি না তা পরিবারের সঙ্গে কথা বলছে পুলিশ।

আরও অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular