Placeholder canvas

Placeholder canvas
HomeকলকাতাWeather Updates: রাতভর টানা বর্ষণে ভিজল কলকাতা-সহ দক্ষিণবঙ্গ, মঙ্গলেও বৃষ্টির পূর্বভাস হওয়া...

Weather Updates: রাতভর টানা বর্ষণে ভিজল কলকাতা-সহ দক্ষিণবঙ্গ, মঙ্গলেও বৃষ্টির পূর্বভাস হওয়া অফিসের

Follow Us :

কলকাতা: সোমবার রাতভর বৃষ্টি রাজ্যের বিভিন্ন প্রান্তে (Weather)। রবিবার থেকে কলকাতা -সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুরু হয়েছে বৃষ্টিপাত (Rainfall) । মঙ্গলবার সকালেও বৃষ্টি থামার কোনও লক্ষণ নেই। কলকাতার আকাশ মেঘলা। এদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে দিনভর ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাশ আবহাওয়া দফতরের। হাতে মাত্র কয়েকটা দিন। তারপরই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো। তার আগে এই নিম্নচাপ, যথেষ্ঠ উদ্বেগে ফেলেছে পুজো উদ্যোক্তাদের। 

এই গভীর নিম্নচাপ কিছুটা দুর্বল হলেও তার প্রভাবে দক্ষিণবঙ্গে নাছোড় বৃষ্টি। সোমবার সারাদিন ভিজেছে কলকাতা ও সংলগ্ন এলাকা। মঙ্গলবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গে সকাল থেকে দফায় দফায় বৃষ্টি চলছে। হাওয়া অফিস সূত্রে খবর, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়ায় কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। 

আরও পড়ুন: BJP Rally: বৃষ্টি উপেক্ষা করেই বিজেপির নবান্ন অভিযান আজ, কড়া পুলিশি নিরাপত্তা

হাওয়া অফিস সূত্রে আরও জানা গিয়েছে, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমান, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এক্ষেত্রে বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করেছে হাওয়া অফিস। 

বৃষ্টির কারণে এক ধাক্কায় অনেকটাই কমেছে কলকাতার পারদ। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রির সেলসিয়াসের আশপাশে।

RELATED ARTICLES

Most Popular