Placeholder canvas

Placeholder canvas
Homeরাজ্যমঙ্গলবার রাজ্যজুড়ে ধর্মঘটের ডাক পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের

মঙ্গলবার রাজ্যজুড়ে ধর্মঘটের ডাক পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের

Follow Us :

কলকাতা: মঙ্গলবার রাজ্যজুড়ে ২৪ ঘন্টা ধর্মঘটের ডাক দিল ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন। রাজ্যের প্রায় ২৫০০ পেট্রোল পাম্প এই ধর্মঘটে সামিল হবে। পেট্রোল ডিজেল কেনাবেচা বন্ধ থাকায় স্বাভাবিক জনজীবনে এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। তবে অত্যাবশ্যকীয় ক্ষেত্রগুলিকে এই ধর্মঘটের আওতার বাইরে রাখা হয়েছে।

তিন বছর আগে পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানে ইথানল মিশ্রিত পেট্রোল ব্যবহারের বিষয়ে জানানো হয়। কিন্তু বর্ষার মরশুমে ইথানল মিশ্রিত পেট্রোল ব্যবহারের অসুবিধার বিষয়টি নিয়ে আপত্তির কথা জানায় ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন। যেহেতু ইথানল যৌগের জল শোষণ ক্ষমতা রয়েছে, তাই ইথানল মিশ্রিত পেট্রোলে সহজেই জলের পরিমাণ বেড়ে যায়।

বিশেষত বর্ষার সময় স্বাভাবিক কারণেই জলস্তর বাড়ে। সেই সঙ্গে বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকায় বিভিন্ন পেট্রোল পাম্পের রিজার্ভারগুলিতে ইথানল মিশ্রিত পেট্রোলে জলের পরিমাণ বাড়ে। এর জেরে গাড়ির ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে বলেও জানাচ্ছেন অটোমোবাইল বিশেষজ্ঞরা।

গোটা পরিস্থিতি উল্লেখ করে এর আগে পেট্রোলিয়াম মন্ত্রককে চিঠি দেয় ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন। বর্ষার সময় ইথানল মিশ্রিত পেট্রল সরবরাহ না করার বিষয়টি চিঠিতে উল্লেখ করা হয়। এ বিষয়ে স্বচ্ছতার প্রয়োজন রয়েছে বলে মনে করেন রাজ্যের পেট্রোল ডিলাররা। সাধারণ মানুষকে এ বিষয়ে সচেতন করা না হলে বিভ্রান্তি তৈরি হচ্ছে।

মূলত এর প্রতিবাদে আগামীকাল রাজ্যজুড়ে পেট্রোল ডিজেল কেনাবেচা বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছেন ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক প্রসেনজিৎ সেন। পরে পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে বৈঠকে বসবেন অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে সাধারণ মানুষকে এ বিষয়ে অবহিত করা হোক, চাইছেন এ রাজ্যের পেট্রোল ডিলাররা।

ইথানল মিশ্রিত পেট্রোলের গুণমান নিয়ে যেমন প্রশ্ন ওঠে। পাশাপাশি  লিটার প্রতি পেট্রোলের পরিমাণের তারতম্য লক্ষ্য করা যায়। ফলে ক্রেতাদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে বলে জানাচ্ছেন পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা।

RELATED ARTICLES

Most Popular