Placeholder canvas

Placeholder canvas
HomeখেলাIndia vs New Zealand: যে তিন রেকর্ড ভাঙতে পারে ভারত-নিউজিল্যান্ড ওডিআই সিরিজে 

India vs New Zealand: যে তিন রেকর্ড ভাঙতে পারে ভারত-নিউজিল্যান্ড ওডিআই সিরিজে 

Follow Us :

নয়াদিল্লি: শ্রীলঙ্কাকে (Sri Lanka) ওডিআই সিরিজে ৩-০ হারানোর পর ঘরের মাঠে এবার নিউজিল্যান্ডের (New Zealand) মুখোমুখি টিম ইন্ডিয়া (Team India)। আজ, বুধবার থেকেই শুরু হয়েছে তিন ম্যাচের ওডিআই সিরিজ। কিউয়িদের সঙ্গে তিন ম্যাচের টি২০ সিরিজও খেলবেন রোহিত-বিরাটরা। কেন উইলিয়ামসন এবং টিম সাউদির মতো অভিজ্ঞ ক্রিকেটার ছাড়াই ভারতে খেলতে এসেছে নিউজিল্যান্ড। এই একদিনের সিরিজে দুই দলই বেশ কিছু রেকর্ড ভাঙতে পারে। তার মধ্যে সেরা তিনটে রেকর্ড কী কী, আসুন দেখে নেওয়া যাক। 

১) শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজ আহামরি যায়নি অভিজ্ঞ ভারতীয় পেসার মহম্মদ শামির (Mohammad Shami)। লাইমলাইট কেড়ে নিয়েছেন তরুণ মহম্মদ সিরাজ। কিউয়িদের বিরুদ্ধে ফর্মে ফিরতে চাইবেন বাংলার পেসার। ৮২টি ম্যাচে ১৫২ উইকেট নিয়ে এই ফর্ম্যাটে সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় ১১ নম্বরে আছেন শামি। ১০ নম্বরে থাকা মনোজ প্রভাকরের উইকেট সংখ্যা ১৫৭। তাঁকে টপকে প্রথম দশে চলে আসার যথেষ্ট সম্ভাবনা রয়েছে শামির। 

আরও পড়ুন: Rafael Nadal: অস্ট্রেলিয়ান ওপেন ছিটকে গিয়ে মানসিকভাবে বিধ্বস্ত চোটে কাবু নাদাল  

২) দ্রুততম ভারতীয় হিসেবে ৫০ ওভার ফর্ম্যাটে ১০০০ রান পূর্ণ করার বড় সুযোগ রয়েছে শুভমান গিলের (Subhman Gill)। শ্রীলঙ্কা সিরিজের ফর্ম নিয়েই বুধবারের ম্যাচে খেলছেন তিনি। এই মুহূর্তে ৮২ বলে ৯১ রানে খেলছেন গিল। আর ১৫ রান করতে পারলেই এই রেকর্ডের অধিকারী হবেন। মাত্র ১৯ ম্যাচে এই কৃতিত্ব করে দেখাবেন তিনি। এখনও পর্যন্ত ২৪ ম্যাচে ১০০০ রান করে এই রেকর্ড বিরাট কোহলি এবং শিখর ধাওয়ানের দখলে। তবে আর বেশিক্ষণ থাকবে না। 

৩) রেকর্ডের কথা বললে বিরাট কোহলির (Virat Kohli) নাম আসবে না, তা কি হয়? শ্রীলঙ্কার বিরুদ্ধে একাধিক রেকর্ড ভেঙেছেন, গড়েছেন, এই সিরিজে সেই সুযোগ আছে। ওয়ান ডে ফর্ম্যাটে কোহলির মোট রান এখন ১২,৭৫৪। আর ২৪৬ রান করতে পারলেই ১৩,০০০ রান পূর্ণ হবে তাঁর। কোহলির পক্ষে যা আদৌ মুশকিলের নয়। শ্রীলঙ্কা সিরিজেই ২৮৬ রান করেছেন তিনি।   

RELATED ARTICLES

Most Popular