Placeholder canvas

Placeholder canvas
HomeBig newsমধ্যপ্রদেশে কংগ্রেস-সপা মুখোমুখি, আসনরফা কফিনে

মধ্যপ্রদেশে কংগ্রেস-সপা মুখোমুখি, আসনরফা কফিনে

লোকসভা ভোটের সেমিফাইনালেই লড়াই ইন্ডিয়া জোটে

Follow Us :

নয়াদিল্লি: বিজেপিকে (BJP) রুখতে ‘একের বিরুদ্ধে এক’ প্রার্থী দেওয়ার আওয়াজ ফাঁপা হয়ে গেল। মধ্যপ্রদেশ বিধানসভা ভোটের (Madhya Pradesh Assembly Election 2023) প্রার্থী তালিকায় ইন্ডিয়া জোটের (INDIA Alliance) অন্যতম দুই শরিক কংগ্রেস (Congress) এবং সমাজবাদী পার্টি (SP) মুখোমুখি লড়াই করতে চলেছে।

মধ্যপ্রদেশের সপা সভাপতি রামায়ণ সিং প্যাটেল স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আমরা কংগ্রেসের সঙ্গে কিছু আলোচনা করেছিলাম। কিন্তু, রবিবারের পর তা অর্থহীন হয়ে গিয়েছে। আগামী বছর আমরা একাই ভোটে লড়ব এবং ভালো ফল করব। সপা নেতা অখিলেশ যাদবের (Akhilesh Yadav) ঘনিষ্ঠ বলে পরিচিত এক নেতা বলেন, আসলে বিজেপিকে হারাতে কংগ্রেস উৎসাহী নয়। ওদের একমাত্র লক্ষ্য হল সপাকে হারানো।

আরও পড়ুন: মহুয়ার বিরুদ্ধে টাকা নিয়ে প্রশ্ন করার অভিযোগ

আসন বণ্টনের আলোচনা মুখ থুবড়ে পড়ার পর আপাতত বেশ কয়েকটি আসনে বিজেপি বিরোধী ভোট ভাগাভাগি হওয়া প্রায় নিশ্চিত। যদি না শেষ মুহূর্তে কোনও দল প্রার্থী প্রত্যাহার করে। রবিবারই কংগ্রেস এবং সপার আসন বণ্টনের সম্ভাবনার দরজা বন্ধ হয়ে যায়। সপার এক নেতা জানান, জোটের প্রতি তাঁদের কোনও উৎসাহ নেই। জবাবে কংগ্রেস বলে, মধ্যপ্রদেশে সমাজবাদী পার্টির কোনও জমি নেই। কী করে ওরা এতগুলো আসন দাবি করে?

দুই দলের প্রথম দফার প্রার্থী তালিকায় দেখা যাচ্ছে কংগ্রেস ও সপা এই মুহূর্তে অন্তত পাঁচটি আসনে মুখোমুখি হচ্ছে। পাঁচ রাজ্যের বিধানসভা ভোটকে ২০২৪ সালের লোকসভা ভোটের (Lok Sabha Vote 2024) সেমিফাইনাল হিসেবে দেখা হচ্ছে। ফলে আসন বণ্টন সমঝোতা ব্যর্থ হওয়ায় তা লোকসভা নির্বাচনে কী প্রভাব ফেলতে পারে, তা নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে।

রবিবার সকালে ২৩০ সদস্যবিশিষ্ট মধ্যপ্রদেশ বিধানসভার ১৪৪টি আসনে প্রার্থী ঘোষণা করে দেয় কংগ্রেস। তারপরেই রাজ্যের সপা কর্মীদের মধ্যে অস্বস্তি ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গ লখনউয়ে দলের রাজ্য সদর দফতরে বৈঠকে বসে নেতৃত্ব। প্রায় ঘণ্টা দুয়েক টানা আলোচনার পর রাজ্য নেতৃত্ব ৯ আসনে প্রার্থী ঘোষণা করে। দেখা যায়, সেই তালিকায় কংগ্রেসের দেওয়া অন্তত পাঁচটি আসনে প্রার্থী খাড়া করেছে অখিলেশ যাদবের পার্টি।

সপার এক প্রবীণ নেতা বলে দেন, মধ্যপ্রদেশে আমরা একা লড়াই করার সিদ্ধান্ত নিয়েছি। আসন সমঝোতা না হওয়ার কারণ হিসেবে তিনি বলেন, কংগ্রেসের তরফে যোগাযোগের অভাবে এই ঘটনা ঘটছে। প্রসঙ্গত, এই পরিস্থিতিতে চিৎরঙ্গী, মেহগাঁও, ভাণ্ডের এবং রাজনগর কেন্দ্রে ভোট ভাগাভাগি প্রায় নিশ্চিত। কংগ্রেসের এহেন আচরণে অখিলেশের দল যারপর নাই চটেছে। বিশেষ করে গতবছর সপার জেতা ছাতারপুর জেলার বিজাওয়ার কেন্দ্রে কংগ্রেস প্রার্থী দেওয়ার যথেষ্ট মনোক্ষুণ্ণ হয়েছে অখিলেশ স্বয়ং।

সপার রাজ্য সভাপতি রামায়ণ সিং প্যাটেল বলেন, কংগ্রেসের সঙ্গে জোটের সব সম্ভাবনা শেষ। অন্য এক নেতা জানান, আমরা কংগ্রেসের কাছে ১০টি আসন চেয়েছিলাম, কিন্তু ওরা দিতে রাজি হচ্ছিল না। তারপর হঠাৎ আচমকা করে প্রার্থী ঘোষণা করে দিল। আমরা কিছু জানতামই না।

দেখুন অন্য খবর

RELATED ARTICLES

Most Popular