Placeholder canvas

Placeholder canvas
HomeBig newsহামলার আগে রেকি, জঙ্গিদের সাহায্য স্থানীয়দের

হামলার আগে রেকি, জঙ্গিদের সাহায্য স্থানীয়দের

কাশ্মীরে শহীদ ৫ সেনা

Follow Us :

শ্রীনগর: কাশ্মীরে (Kashmir) হামলার দুমাস আগে এলাকায় রেকি (Recce) করেছিল জঙ্গিরা (Terrorist)। গ্রামবাসীদের বিশ্বাসঘাতকতাতেই সেনা (Indian Army) কনভয়ের উপর হামলা চালাতে সফল হয় আইসিসের (ISIS) মদতপুষ্ট জঙ্গিবাহিনী। পুঞ্চ জেলার রাজৌরিতে বৃহস্পতিবারের ওই ঘটনায় ৫ জওয়ান শহীদ হয়েছেন। জখম আরও বেশ কয়েকজন।

সূত্রে জানা গিয়েছে, স্থানীয় গ্রামবাসীরা জঙ্গিদের বিভিন্নভাবে সাহায্য করেছিল। এর পিছনে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইসিসের মাথা আছে বলেও জানা গিয়েছে। পাকিস্তানি জঙ্গি বাহিনী লস্কর-ই-তোইবার (LeT) ছায়া সংগঠন পিপলস অ্যান্টি-ফ্যাসিস্ট ফ্রন্ট বা পিএএফএফ (PAFF) এই হামলার দায় স্বীকার করেছে।

আরও পড়ুন: সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা, আজ সারাদিন মেঘলা আকাশ

জঙ্গিদের ছক ছিল হাইওয়েতে সেনা ট্রাকে হামলা ছাড়াও রেললাইন ওড়ানোর। প্রসঙ্গত, গত ৫ নভেম্বর ৫ জওয়ান শহীদ হয়েছিলেন। এপ্রিল-মে মাসেও ৫ জন করে সেনাকে খতম করে জঙ্গিরা। এবারে ২ জওয়ানকে খতম করে আতঙ্ক ছড়াতে তাঁদের অঙ্গচ্ছেদ করা হয়েছে বলেও সেনা সূত্রে জানা গিয়েছে।

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এক্স বার্তায় লিখেছেন, এই হামলার নিন্দা করার ভাষা নেই। সন্ত্রাসবাদীদের এই হামলার বিরুদ্ধে দেশ ঐক্যবদ্ধ। জম্মু-কাশ্মীরের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী গুলাম নবি আজাদ এবং মেহবুবা মুফতিও জঙ্গি হামলার তীব্র নিন্দা করেছেন।

প্রতিরক্ষা দফতরের জম্মুর জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, নিশ্চিত সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে জঙ্গিদের কাবু করতে ঢেরা কি গলি এলাকায় সেনাদল যাচ্ছিল। তখনই জঙ্গিরা দুটি গাড়িতে অতর্কিতে হামলা চালায়। জঙ্গি ডেরার খবর আদৌ ফাঁদ ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সংঘর্ষের সময় সেনাদলের সঙ্গে জঙ্গিদের হাতাহাতি লড়াই হয়ে থাকতে পারে।

আধিকারিকদের সন্দেহ, হামলার পর জঙ্গিরা সেনাবাহিনীর অস্ত্রশস্ত্র নিয়েও পালিয়ে থাকতে পারে। এ বছর রাজৌরি, পুঞ্চ এবং রিয়াসি জেলায় ১৯ জওয়ান শহীদ এবং ২৮ জঙ্গিকে নিকেশ করেছে সেনাবাহিনী।

অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular