Placeholder canvas

Placeholder canvas
Homeজেলার খবরSisir Adhikari: সাংবাদিকদের প্রশ্নে মেজাজ হারিয়ে শিশিরের অকথ্য গালিগালাজ

Sisir Adhikari: সাংবাদিকদের প্রশ্নে মেজাজ হারিয়ে শিশিরের অকথ্য গালিগালাজ

Follow Us :

মেদিনীপুর: ভোটের (West Bengal Municipal Election 2022) ২৪ ঘণ্টা আগে এক অডিয়োতে তাঁর নাম জড়িয়েছিল (যদিও সেই অভিয়োর সত্যতা কলকাতা টিভি ডিজিটাল যাচাই করেনি)৷ আর এবার সাংবাদিকদের প্রশ্নের মুখে মেজাজ হারালেন সাংসদ শিশির অধিকারী (Sisir Adhikari loses temper)৷ অকথ্য ভাষায় (শু..র বা..) বলে প্রশাসনের শীর্ষকর্তাদের নিশানা করলেন অধিকারী পরিবারের কর্তা৷

রবিবার ভোট দিতে বেরিয়েছিলেন শিশির অধিকারী৷ ভোট দিয়ে ফেরার পথে সংবাদমাধ্যম খবর সংগ্রহের উদ্দেশে তাঁকে প্রশ্ন করেন৷ তাতেই মেজাজ হারান শিশির৷ অভিযোগ করেন, বুথে ভোট দেওয়ার পরেও ভোটাররা থেকে যাচ্ছে৷ কিন্তু পুলিস-প্রশাসন-নির্বাচন কমিশন কোনওরকম পদক্ষেপ করছে না৷ এই ঘটনাই প্রমাণ করছে কীভাবে ভোট লুঠ হচ্ছে৷

এরপর শিশিরের চ্যালেঞ্জ, ‘আমি কোনও ছোটখাট পুলিসের গায়ে হাত দিতে চাই না৷ বড় কর্তাদের দেখে নেব৷ ভোট লুঠ হচ্ছে, অথচ কেউ কোনও পদক্ষেপ করছে না৷’ এটা কার নির্দেশে? প্রশ্ন শিশিরের৷

আরও পড়ুন: WB Municipal Election 2022: চাঁদ দেখতে আসিনি, কর্মীরা মার খেলে রাস্তায় নামব, খড়্গপুরে হুমকি দিলীপের

যখন রাজ্যের গণতান্ত্রিক পরিবেশ নিয়ে কেউ কোনও প্রশ্ন করার সুযোগ পায় না, তখনই নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট না করা শিশির অধিকারীর মন্তব্য, এ রাজ্যে গণতন্ত্র নেই৷ এরপরই সংবাদমাধ্যমের প্রতিনিধিদের আঙুল তুলে শাসিয়ে তাঁর মন্তব্য, ‘যা করেছেন আপনারা শু… তা মেনে নেওয়া যায় না৷’

RELATED ARTICLES

Most Popular