Placeholder canvas

Placeholder canvas
HomeকলকাতাCalcutta HC Jamalpur Health Center : আদালত অবমাননা, রাজ্য সরকারের জরিমানা ২৫...

Calcutta HC Jamalpur Health Center : আদালত অবমাননা, রাজ্য সরকারের জরিমানা ২৫ হাজার টাকা

Follow Us :

কলকাতা: বর্ধমানের (Burdwan) জামালপুরের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র (Jamalpur primary health center) পুনর্গঠনের মামলায় রাজ্যকে (State Goverment) আর্থিক জরিমানা করল কলকাতা হাইকোর্ট (Kolkata High Court)। মামলাটি দীর্ঘ দিন ফেলে রাখার কারণে ২৫ হাজার টাকা জরিমান করা হয়েছে। মঙ্গলবার এই জরিমানার নির্দেশ দেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

জামালপুরের পাঁচড়া গ্রামের হৈমবতী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র শতবর্ষ প্রাচীন । শুরু হয় ব্রিটিশদের হাত ধরে। বহুদিন ধরেই অবহেলার শিকার এই স্বাস্থ্যকেন্দ্র। অভিযোগ, দীর্ঘদিন ধরে হাসপাতালের কাজ বন্ধ হয়ে  রয়েছে।  সবেধন নীলমণি চিকিৎসকও চলে গিয়েছেন বছর দেড়েক আগে। ২০১৪ সালে  এনসেফালাইটিসের বাড়-বাড়ন্তের কারণে ওই স্বাস্থ্যকেন্দ্রটি অধিগ্রহণের জন্য স্বাস্থ্য দফতরকে চিঠি পাঠান  গ্রামবাসীরা। জেলা পরিষদকেও বিষয়টি দেখতে বলা হয়। উত্তরে জেলা পরিষদ জানায়, তারা  বিষয়ে পঞ্চায়েত দফতরকে জানিয়েছে।

এর পরও কোনও কাজ না হওয়ায় ২০২০ সালে মামলা দায়ের করেন গ্রামের বর্ষীয়ান শিক্ষক গুরুদাস চট্টোপাধ্যায়। মামলায় রাজ্য জানায়, ওই গ্রামে বর্তমানে কুড়ি হাজার মানুষ বাস করে। কমপক্ষে ৩০  হাজার মানুষ না থাকলে নতুন স্বাস্থ্যকেন্দ্র গড়া সম্ভব নয়। মামলাকারীর পাল্টা দাবি করেন, গ্রামে ত্রিশ হাজারের বেশি মানুষ থাকে।  রাজ্যের পেশ করা দাবি ঠিক নয়।

আরও পড়ুন Councillor Death CBI: দুই কাউন্সিলর খুনে সিবিআই চেয়ে মামলা

ফলে রাজ্যকে আবারও তথ্য পেশ করার জন্য নির্দেশ দেয় আদালত। কিন্তু এখনও সেই তথ্য পেশ করেনি রাজ্য সরকার। মামলাকারীদের অভিযোগ, আদালতের নির্দেশ অমান্য করেছে সরকার। সেই কারনেই বৃহস্পতিবার আদালত রাজ্যকে ২৫ হাজার টাকা জরিমানা করে।

আরও পড়ুন HS Exam 2022: ২-২৭ এপ্রিল পর্যন্ত চলবে উচ্চমাধ্যমিক

RELATED ARTICLES

Most Popular