Placeholder canvas

Placeholder canvas
Homeআন্তর্জাতিকTaliban Attack Mumbai:  তালিবানি হামলা এবার মুম্বইয়ে? হুমকি-মেল এনআইএ দফতরে

Taliban Attack Mumbai:  তালিবানি হামলা এবার মুম্বইয়ে? হুমকি-মেল এনআইএ দফতরে

Follow Us :

মুম্বই: ফের কি বড়সড় নাশকতার শিকার হতে চলেছে মুম্বইবাসী (Mumbai)? এবার কি তাহলে হামলা চালাবে তালিবান? মুম্বইতে তালিবানি হামলার একটি হুমকি-মেল আসায় শহরে নান জল্পনা শুরু হয়েছে। মুম্বইয়ে তালিবানি হামলা (Taliban Attack) হবে বলে এই মর্মে একটি হুমকি-মেল (Email) আসে জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)-র কাছে। বৃহস্পতিবার মেলটি এসে পৌঁছয় এনআইএ’এর মুম্বইয়ের অফিসে। ওই ইমেলে হুমকি দিয়ে বলা হয়েছে, তালিবানের সঙ্গে যুক্ত এক ব্যক্তি হামলা চালাবে মুম্বই শহরের বুকে।  

এনআইএ অফিস হুমকি মেল পাওয়ার পরই মহারাষ্ট্র পুলিশের সন্ত্রাসদমন শাখাকে বিষয়টি জানানো হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে,  মেল আইডি থেকে হুমকি পাঠানো হয়েছে, তাতে প্রেরকের নামের জায়গায় লেখা রয়েছে ‘সিআইএ’। ইমেল প্রেরক ওই মেলে দাবি করেছে, মুম্বই শহরে শীঘ্রই হামলা চালাবে তালিবান। 

আরও পড়ুন: Tripura Assembly Elaction 2023: ত্রিপুরা ভোটে এবারেও ব্রু উদ্বাস্তু সমস্যা তেতে উঠতে চলেছে 

পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, বিষয়টি আরও খতিয়ে দেখা হচ্ছে। এর আগেও একাধিকবার এমন হুমকি-মেল (Threat E-mail)  এসেছে। কোথা থেকে এই মেল পাঠানো হয়েছে, তার খোঁজ করা হচ্ছে। আতঙ্ক সৃষ্টির জন্য কেউ ইচ্ছাকৃতভাবে এই ধরনের মেল পাঠিয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। এবার এনআইএ-র দপ্তরে হুমকি মেল পাঠানোয় আরও বেশি সতর্ক মুম্বই পুলিশ। পাশাপাশি বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যাবস্থাও।  

প্রসঙ্গত, কিছুদিন আগেই তোলার টাকা দাবি করে হুমকি-ফোন পেয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়করি (Nitin Gadkari)। ১৪ জানুয়ারি তাঁর অফিসে এসেছিল ফোনটি। ওই দিন নীতীন গড়করির অফিসে পরপর হুমকি টেলিফোন আসে। কেন্দ্রীয় মন্ত্রীর কাছে থেকে টাকা চাওয়ারও অভিযোগ উঠছে। মুম্বই পুলিশ ওই ঘটনারও তদন্ত  চালাচ্ছে। তবে এখনও পর্যন্ত তার কোনও কিনারা করতে পারেনি পুলিশ। তালিবানি হুমকির বিষয়টি অবশ্য পুলিশ খাটো করে দেখছে না। 

কেন্দ্রীয় বাজেটে এবার আফগানিস্তানকে সাহায্য করার জন্য বরাদ্দ করা হয়েছে ২৫ লক্ষ ডলার। তাতে বেজায় খুশি তালিবান শাসক গোষ্ঠী। সে দেশের সরকারি মুখপাত্র সোয়েল সাহিন বলেন, এই উন্নয়ন প্যাকেজে আমরা খুশি। ভারতকে ধন্যবাদ। এর ফলে দু’দেশের সম্পর্কের আরও উন্নতি হবে। এরপরও কি করে তালিবানি হামলা হুমকি আসে, ভেবে পাচ্ছে না পুলিশ। সব দিক খোলা রেখেই মুম্বই পুলিশ তদন্ত চালাচ্ছে। 

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Sunil Chhetri | ভারতীয় ফুটবলে যুগের অবসান, ৬ জুন শেষ ম্যাচ খেলে অবসর সুনীল ছেত্রীর
03:38:43
Video thumbnail
Mamata Bnerjee | ইন্ডিয়া জোটে আছি, থাকব : মমতা
01:17:56
Video thumbnail
আজকে (Aajke) | দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান
00:00
Video thumbnail
Fourth Pillar | বিচারকদের গলায় উল্টো সুর, পরিবর্তনের হাওয়া কি বিচার ব্যবস্থাও টের পেয়েছে?
00:00
Video thumbnail
Fourth Pillar | বিচারকদের গলায় উল্টো সুর, পরিবর্তনের হাওয়া কি বিচার ব্যবস্থাও টের পেয়েছে?
14:59
Video thumbnail
আজকে (Aajke) | দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান
10:32
Video thumbnail
বাংলার ৪২ | বসিরহাটে কোন দল এগিয়ে?
04:52
Video thumbnail
Politics | পলিটিক্স (16 May, 2024)
13:20
Video thumbnail
Mamata Banerjee | 'ভোটের পর লোডশেডিং করে রেজাল্ট বদল', হলদিয়া থেকে ‘গদ্দার’ তোপ মমতার
03:44:05
Video thumbnail
পলিট্রিক্সের গ্রিনরুম (পর্ব-৭) | Arvind Kejriwal | কেজরিওয়াল আর আন্না হাজারেতে ফাটল কেন?
05:11:46