Placeholder canvas

Placeholder canvas
HomeScrollবছরের প্রথম দিনেই ওয়ান ডে থেকে অবসর ওয়ার্নারের

বছরের প্রথম দিনেই ওয়ান ডে থেকে অবসর ওয়ার্নারের

ওয়ান ডে-তে ওয়ার্নার ১৬১ ম্যাচে ১৫৯টি ইনিংসে মোট ৬৯৩২ রান করেছেন

Follow Us :

সিডনি: নতুন বছরের প্রথম দিনেই এক দিনের ক্রিকেট (ODI) থেকে অবসর নিলেন অস্ট্রেলিয়ার দু’বারের বিশ্বকাপ জয়ী (World Cup Champion) ক্রিকেটার ডেভিড ওয়ার্নার (David Warner)। তবে এটাও জানিয়েছেন, যদি ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy 2025) তাঁকে দরকার হয় তাহলে আগামী দিনে সিদ্ধান্ত নিয়ে ভেবে দেখতে পারেন।

সোমবার এক সাংবাদিক বৈঠকে ওয়ার্নার জানান, ‘পরিবারকে এবার সময় দেওয়া দরকার। সেই কারণেই এক দিনের ক্রিকেট থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। বিশ্বকাপের মাঝেই এই কথা এক বার বলেছিলাম। ভারতের মাটিতে বিশ্বকাপ যেটা দুর্দান্ত কৃতিত্ব। তাই এক দিনের ক্রিকেট থেকে অবসর নিয়ে বিভিন্ন দেশের টি২০ লিগে খেলার উপর মনোযোগ দিতে চাই। আমাদের এক দিনের ক্রিকেট দলেরও এবার এগিয়ে যাওয়ার সময় হয়েছে। আমি জানি যে সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে। যদি তত দিন পর্যন্ত ভাল ক্রিকেট খেলি বা খেলাটার সঙ্গে যুক্ত থাকি, এবং সেই সময় যদি অস্ট্রেলিয়ার আমাকে দরকার হয় তা হলে আমি আবার এক দিনের ক্রিকেট খেলতে পারি।’

আরও পড়ুন: রোজ ইঞ্জেকশন, যন্ত্রণা নিয়েই বিশ্বকাপ মাতান শামি!

উল্লেখ্য, ওয়ান ডে-তে ওয়ার্নার ১৬১ ম্যাচে ১৫৯টি ইনিংসে মোট ৬৯৩২ রান করেছেন। এই ফর্ম্যাটে তাঁর সর্বোচ্চ স্কোর ১৭৯ রান। তিনি ৪৫ এর বেশি গড়ে রান করেছেন। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ব্যাট থেকে এসেছে ২২টি সেঞ্চুরি এবং ৩৩টি হাফ সেঞ্চুরি। এছাড়াও ওয়ার্নার ৭৩৩টি চার ও ১৩০টি ছক্কা মেরেছেন।

দেখুন অন্য খবর:

RELATED ARTICLES

Most Popular