Placeholder canvas

Placeholder canvas
HomeIPL 2024গিলের অধিনায়কত্ব নিয়ে বড় মন্তব্য আশিস নেহরার  

গিলের অধিনায়কত্ব নিয়ে বড় মন্তব্য আশিস নেহরার  

Follow Us :

দুবাই: গুজরাত টাইটান্সকে (Gujarat Titans) একবার চ্যাম্পিয়ন এবং একবার রানার্স করা অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) মুম্বই ইন্ডিয়ান্সে (Mumbai Indians) যোগ দিয়েছেন। তাঁর জায়গায় অধিনায়কত্বের দায়িত্বভার দেওয়া হয়েছে শুভমন গিলকে (Shubman Gill)। এ নিয়ে বেশ বিতর্ক হয়, কারণ এক তো গিলের বয়স কম, এখনও অনেক অভিজ্ঞতা সঞ্চয় করা বাকি। তার উপরে দলে কেন উইলিয়ামসনের (Kane Williamson) অভিজ্ঞ লোক ছিলেন। তবে টাইটান্সের হেড কোচ আশিস নেহরা (Ashis Nehra) কিন্তু গিলকেই অধিনায়ক হিসেবে সমর্থন করছেন। তিনি বলেন, গিলের উপর বিশ্বাস আছে বলেই তাঁকে নেতা হিসেবে বেছে নেওয়া হয়েছে।

শেষ আইপিলে দুরন্ত পারফরম্যান্স করেন গিল। ১৭ ম্যাচে ১৫৭.৮০ স্ট্রাইক রেটে ৮৯০ রান করেন। তার মধ্যে ছিল তিনটি শতরান এবং চারটি অর্ধশতরান। ব্যাট হাতে নির্ভরযোগ্য হয়ে ওঠার পুরস্কার হিসেবেই হয়তো নেতৃত্ব পেলেন গিল। তবে নেহরাজি বলছেন, শুধু ব্যাটিং দক্ষতা নয়, গিলের মাথাও পরিষ্কার।

আরও পড়ুন: রাতারাতি ৭.২ কোটির মালিক, কে এই কুমার কুশাগ্র?

গুজরাত কোচ বলেন, “আইপিএল দ্রুত গতির খেলা, সবাইকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়। তিন চার বছর ধরে গিল কেমন খেলছে, কতটা উন্নতি করেছে আমরা দেখেছি। ওর বয়স মাত্র ২৪-২৫ হলেও কাঁধের উপর একটা ভালো মস্তিষ্ক আছে। আমরা তো ওর পাশে আছিই। ওর উপর বিশ্বাস আছে বলেই ওকে অধিনায়ক করেছি।”

নেহরা আরও বলেন, “সবসময় ফলাফল দেখে বিচার করার মানুষ আমি নই। আরও অনেক বিষয় বিচার্য। হ্যাঁ, সাফল্য সবাই খোঁজে, সবাই পেতে চায়। তবে বিষয়টা যখন নেতৃত্বের আপনাকে অনেক কিছু দেখতে হবে, বুঝতে হবে। শুভমনই সঠিক ব্যক্তি সে ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী।”

RELATED ARTICLES

Most Popular