Placeholder canvas

Placeholder canvas
HomeEast Bengal FC | Carles Cuadrat | রবিবারই কলকাতায় পা...
Array

East Bengal FC | Carles Cuadrat | রবিবারই কলকাতায় পা রাখতে চলেছেন ইস্টবেঙ্গলের প্রশিক্ষক কার্লস কুয়াদ্রাত

Follow Us :

কলকাতা: আর কয়েকদিনের মধ্যেই শুরু হতে চলেছে হাইভোল্টেজ ডুরান্ড কাপ। আসন্ন মরশুমের আগে ঘর গুছোতে শুরু করে দিয়েছে নিচ্ছে ইস্টবেঙ্গল ক্লাব (East Bengal)।  রবিবারই কলকাতায় পা রাখতে চলেছেন ইস্টবেঙ্গলের এই মরশুমের প্রশিক্ষক কার্লস কুয়াদ্রাত (Carles Cuadrat)। ভিসা সমস্যায় পড়েছিলেন লাল-হলুদ কোচ। অবশেষে সেই জট কাটতেই কলকাতায় আসছেন লাল-হলুদের প্রশিক্ষক।

ভক্তরা আগ্রহ কবে শহরে পা রাখবেন নতুন কোচ। সেই অপেক্ষার অবসান ঘটেছে। ভিসার সমস্যা মিটতেই রবিবার রাতেই শহরে পা রাখতে চলেছেন কার্লেস। আগামী মরশুম থেকে ২ বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলের দায়িত্ব নিতে চলেছেন বেঙ্গালুরু এফসি-কে আইএসএল জেতানো স্প্যানিশ কোচ কার্লেস কুয়াদ্রাত (Carlos Cuadrat)। কুয়াদ্রাত নিজে বার্সেলোনার বিখ্যাত লা মেসিয়া অ্যাকাডেমির প্রোডাক্ট। ১৯৭৮ থেকে ১৯৮৮ সাল অবধি তিনি মধ্যে এফসি বার্সেলোনা যুব দলে ডিফেন্ডার হিসাবে খেলেছেন। ২০১৬ সালে কার্লেস  বেঙ্গালুরু এফসির সহকারী কোচ হিসাবে ভারতে কাজ শুরু করেন। সেই সময় সুনীল ছেত্রীরা ফেডারেশন কাপ ও হিরো সুপারের কাপও ঘরে তোলে।

আরও পড়ুন: Tripura Cricket Association | ত্রিপুরা ক্রিকেটে অ্যাসোসিয়েশনের দখল নিয়ে ধুন্ধুমার, বেরোল আগ্নেয়াস্ত্রও! 

দল গঠন, কোচ নির্বাচন নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল ইস্টবেঙ্গল ক্লাব।  ফুটবলার থেকে কোচ সব দিক দিয়ে চমক থাকছে লাল-হলুদ শিবিরে। হরমনজ্যোৎ সিংহ খাবরা (Harmanjot Khabra), এডউইন বংশপাল (Edwin Vanspaul) ও মান্দার রাও দেশাই (Mandar Rao Desai) সহ একাধিক ফুটবলারকে দলে নিয়েছে ইস্টবেঙ্গল। মনে করা হচ্ছে নয়া মরশুমে লাল-হলুদের খরা কাটবে।  কামিন্সের পাশাপাশি এই মাসেই জর্ডনও আসছেন কলকাতায়। তবে লাল-হলুদের প্রতিনিধিত্ব করবেন তিনি।

আগামী ৩ অগাস্ট থেকে শুরু হচ্ছে ডুরান্ড কাপ। পুরো একমাস ধরে এই ফুটবল টুর্নামেন্ট গোটা দেশজুড়ে আয়োজন করা হবে।দীর্ঘদিন কোনও বড় ট্রফি ঢোকেনি ইস্টবেঙ্গলের (East Bengal) ঘরে। সেই লক্ষ্যেই মেপে পা ফেলছে লাল-হলুদ শিবির। আসন্ন মরশুমে আগামী ১২ অগাস্ট মোহনবাগানের বিরুদ্ধে খেলতে নামবে ইস্টবেঙ্গল। ম্যাচটির আসর বসবে কলকাতার যুবভারতী স্টেডিয়ামে বসতে চলেছে। তার আগেই  লাল-হলুদকে বাড়তি অক্সিজেন জোগাচ্ছে নতুন কোচের আগমন।

RELATED ARTICLES

Most Popular