Placeholder canvas

Placeholder canvas
HomeScrollরাত পোহালেই শান্তিনিকেতন পৌষমেলা, তৎপরতা তুঙ্গে

রাত পোহালেই শান্তিনিকেতন পৌষমেলা, তৎপরতা তুঙ্গে

Follow Us :

বোলপুর: রাত পোহালেই শান্তিনিকেতন পৌষমেলা। এই প্রথম শান্তিনিকেতন পৌষমেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। রাজ্য সরকার তথা বীরভূম জেলা প্রশাসন মেলার পরিচালনা করছে। শুক্রবার রাতে মেলাস্থল ঘুরে দেখলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। আগামী ২৪ থেকে ২৮ ডিসেম্বর পাঁচদিন পৌষমেলা হতে চলেছে। রবিবার সকাল ১১টায় ভার্চুয়ালি উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।

পরপর তিন বছর মেলা বন্ধ করে রেখেছিল বিশ্বভারতী। রাজ্যের একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্বভারতীর ইতিহাসে এই প্রথম বেনজির ঘটনা। রাজ্য সরকার তথা বীরভূম জেলা প্রশাসন ভুবনডাঙ্গার পূর্বপল্লীর মাঠেই শান্তিনিকেতন পৌষমেলা পরিচালনা করছে।

আরও পড়ুন: সামান্য বাড়ল শহরের তাপমাত্রা, বড়দিনে কি কমছে শীত!

বোলপুর শান্তিনিকেতনের মানুষদের দীর্ঘদিনের দাবি, পৌষমেলা পূর্বপল্লীর মাঠে হোক। রাজ্য সরকার তথা জেলা প্রশাসন সেটা করে দেখিয়েছে। খুশি বোলপুর শান্তিনিকেতনের বাসিন্দার থেকে শুরু করে শান্তিনিকেতনের প্রবীণ আশ্রমিক, ছাত্র-ছাত্রী, অধ্যাপক, কর্মী সহ সমস্ত স্তরের মানুষ। শান্তিনিকেতন পৌষ মেলার পূর্বপল্লির মাঠে বিনোদন মঞ্চ। এই মঞ্চেই পাঁচ দিন লোক সংস্কৃতি উৎসব। সেই মঞ্চেই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হবে। শান্তিনিকেতন পৌষমেলায় উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন জেলার দুই সাংসদ, বিধায়ক, মন্ত্রী, বিশ্বভারতীর আধিকারিক, প্রবীণ আশ্রমিক থেকে শুরু করে বিশিষ্টজনেরা।

দেখুন আরও অন্য খবর: 

RELATED ARTICLES

Most Popular