Placeholder canvas

Placeholder canvas
HomeদেশDaler Mehndi: গ্রেফতার দালের মেহেন্দি, মানব পাচারের অভিযোগে দু’বছরের জেল

Daler Mehndi: গ্রেফতার দালের মেহেন্দি, মানব পাচারের অভিযোগে দু’বছরের জেল

Follow Us :

পাতিয়ালা: ১৯ বছরের পুরনো অভিযোগে গায়ক দালের মেহেন্দির দু’বছরের জেলের সাজা শোনাল পাতিলায়া কোর্ট৷ বৃহস্পতিবারই আদালতে খারিজ হয়ে যায় পঞ্জাবি গায়কের আবেদন৷ তারপরই মানব পাচারের অভিযোগে পুলিস গ্রেফতার করে দালের মেহেন্দিকে৷ ২০১৮ সালে ওই মামলাতেই পাতিয়ালা কোর্টে দোষী সাব্যস্ত হন তিনি৷ পরে জামিনে ছাড়া পান৷ তারপরই রায় পুনর্বিবেচনার আবেদন জানান ‘জিয়ো রে বাহুবলীর’ গায়ক৷ সেই আবেদন খারিজ করে এদিন বিচারক এইচএস গারেওয়াল পুলিসকে নির্দেশ দেন দালেরকে গ্রেফতার করার৷

রায়ের বিরুদ্ধে পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে আপিল করার রাস্তা খোলা রয়েছে দালেরের৷ ২০০৩ সালে অর্থের বিনিময়ে বিদেশে মানব পাচারের অভিযোগ ওঠে দালের ও তাঁর ভাই শামশের সিংয়ের বিরুদ্ধে৷ শামশের পরে মারা যান৷ অভিযোগ, গানের দলের সদস্য হিসেবে পরিচয় দেখিয়ে বিভিন্ন সময়ে প্রচুর লোককে আমেরিকা ও কানাডায় পাচার করেন দালের ভাইয়েরা৷ এই ভাবে তাঁরা প্রচুর অর্থ উপার্জন করেন৷ ২০০৩ সালে পাতিয়ালা থানায় তাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হওয়ার পরই মানব পাচারের ঘটনা সামনে এসে পড়ে৷ তারপর অভিযোগের বন্যা শুরু হয়ে যায়৷ সবশুদ্ধ জনপ্রিয় গায়কের বিরুদ্ধে ৩৫টি অভিযোগ জমা পড়ে বিভিন্ন থানায়৷ সবক’টি অভিযোগ মানব পাচারের৷

এফআইআর অনুযায়ী, ১৯৯৮ ও ১৯৯৯ সালে মেহেন্দি ভাইয়েরা আমেরিকায় দুটো শো করেন৷ সেই শোয়ের মাধ্যমে বিদেশে ১০ জনকে পাচার করা হয়৷ দালের ভাইয়েরা তাঁদের শোতে নাচ-গানের জন্য লোক নিয়ে যেতেন৷ বিদেশে পাঠানোর নামে মাথাপিছু ১০-১২ লক্ষ টাকা নিতেন বলে অভিযোগ৷ তদন্তে নেমে পুলিস দালের মেহেন্দির বিরুদ্ধে অভিযোগের স্বপক্ষে তথ্যপ্রমাণও পায়৷ ২০১৮ সালে ওই মামলাতে দোষী সাব্যস্ত হয়ে দু’বছরের জেল হয় দালেরের৷ জেল থেকে ছাড়া পেয়ে পরের বছর বিজেপিতে যোগ দেন তিনি৷

RELATED ARTICLES

Most Popular