Placeholder canvas

Placeholder canvas
Homeজেলার খবরMGNREGA Attendance: ১০০ দিনের কাজে এবার ডিজিটাল হাজিরা

MGNREGA Attendance: ১০০ দিনের কাজে এবার ডিজিটাল হাজিরা

Follow Us :

নয়াদিল্লি: ১০০ দিনের কাজে (পোশাকি নাম মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ সুনিশ্চিত আয় আইন) পশ্চিমবঙ্গকে বঞ্চিত করার এক অকাট্য প্রমাণ পাওয়া গেল। আগামী ৩০ ডিসেম্বর, বন্দে ভারত ট্রেনের (Vande Bharat) উদ্বোধন করতে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। তার আগেই এক সমীক্ষায় জানা গেল, এ বছর রাজ্যের ৩০ লক্ষ পরিবারকে এই রোজগার থেকে বঞ্চিত করা হয়েছে। পশ্চিমবঙ্গের বিরুদ্ধে বিজেপি নেতাদের অভিযোগ, এখানে ১০০ দিনের কাজ (MGNREGA) নিয়ে ব্যাপক দুর্নীতি হয়েছে। সেই দুর্নীতির বোয়াল ধরতে কেন্দ্র এবার ঠিক করেছে, এই কাজে যোগ দেওয়া শ্রমিকদের হাজিরা নজরে রাখতে ডিজিটাল পদ্ধতি ব্যবহার করা হবে। ইংরেজি নববর্ষের প্রথম দিন থেকেই সেই ব্যবস্থা চালু হতে চলেছে।

আরও পড়ুন: Corona Virus: জন্ম হতে পারে আরও মারাত্মক ভ্যারিয়্যান্টের! বলছেন চিকিৎসা বিজ্ঞানীরা

কী সেই ব্যবস্থা?

এখন থেকে অনলাইনে শ্রমিকদের হাজিরা দিতে হবে। প্রকল্পে স্বচ্ছতা আনতেই এই ব্যবস্থা বলে জানা গিয়েছে। বাস্তবিক ২০২১ সালের মে মাস থেকে পাইলট প্রজেক্ট হিসেবে কেন্দ্রীয় সরকার এটা চালু করেছিল।  মোবাইল অ্যাপের মাধ্যমে ন্যাশনাল মোবাইল মনিটরিং সিস্টেম নামে অ্যাপে হাজিরার ব্যবস্থা চালু করা হয়েছিল। ঠিক তার পরের বছর ২০ অথবা ততোধিক শ্রমিক কাজ করছে এমন জায়গায় ডিজিটাল হাজিরা বাধ্যতামূলক করা হয়।
এই পদ্ধতির জন্য দুটি ছবি ছাড়াও একটি ফর্ম পূরণ করতে হবে। সেটাও অনলাইনে আপলোড করতে হবে। এই ব্যবস্থা নিয়ে অবশ্য বিস্তর অভিযোগও আছে। যেমন, কাজের শ্রমিকের স্মার্টফোন থাকতে হবে। তাছাড়াও ইন্টারনেট পেমেন্ট এবং ভালো রকমের ডেটাযুক্ত নিরবচ্ছিন্ন সংযোগ থাকতে হবে।
গত ২৩ ডিসেম্বর কেন্দ্র জানিয়ে দিয়েছে, ১ জানুয়ারি, ২০২৩ সাল থেকে প্রতিটি কাজের জায়গায় সকলকে ডিজিটাল হাজিরা দিতে হবে। এর আগে প্রতিটি জায়গা থেকে ভূরি ভূরি অভিযোগের বস্তা থাকলেও নতুন বছরের প্রথম দিন থেকেই গোটা দেশে এই ব্যবস্থা চালু হতে চলেছে।

বঞ্চিত রাজ্য

সম্প্রতি প্রকাশিত এক সমীক্ষায় দেখা যাচ্ছে, গত এক বছরে যে ৩০ লক্ষ পরিবারকে কেন্দ্র ১০০ দিনের কাজ থেকে বঞ্চিত করেছে তার ফলে গ্রামীণ শ্রমজীবী মানুষের মধ্যে ভিনরাজ্যে কাজের খোঁজে চলে যাওয়ার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে, কেন্দ্র স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যে, তারা রাজ্যকে ততক্ষণ কোনও টাকা দেবে না, যতক্ষণ না তাদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ নিয়ে সরকার পদক্ষেপ করে। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ ছাড়া আর কোনও রাজ্য নেই, যাদের এতদিন ধরে ১০০ দিনের টাকা দেওয়া বন্ধ করা হয়েছে।

সমীক্ষায় আরও জানা গিয়েছে, কোভিডের আগে রাজ্যের প্রায় ৫০ লক্ষ পরিবার ১০০ দিনের কাজ করত। কোভিডের সময় এই সংখ্যাটিই ৭৭.৮১ লক্ষে গিয়ে পৌঁছয়। যার ফলে এই প্রকল্পে দেশের মধ্যে শীর্ষে পৌঁছে যায় রাজ্য। যার ফলশ্রুতি হয় যে, এই প্রকল্পের মোট খরচের ১০ শতাংশই ব্যয় হয় পশ্চিমবঙ্গের জন্য। আর যে দুর্নীতির অভিযোগে রাজ্যকে টাকা দেওয়া বন্ধ করে দেয় কেন্দ্র, তার ফলে রাজ্যের বকেয়ার পরিমাণ দাঁড়িয়েছে ২৭৪৪ কোটি টাকা।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
বাংলার ৪২ | দমদমে কোন দল এগিয়ে?
10:15
Video thumbnail
চতুর্থ স্তম্ভ | Fourth Pillar | মোদি-শাহ নার্ভাস বিজেপির গ্রাফ নামছে
15:51
Video thumbnail
আজকে (Aajke) | রাজভবনের সিসিটিভি ফুটেজ আনন্দ বোসের বোকামি
07:48
Video thumbnail
Politics | পলিটিক্স (10 May, 2024)
16:45
Video thumbnail
Beyond Politics | মাছ-মাংস খাব না আমরা?
09:42
Video thumbnail
বাংলা বলছে (Bangla Bolche) | ভোটের আগে বড় স্বস্তি AAP-প্রধানের অন্তর্বতী জামিন পেলেন কেজরিওয়াল
37:24
Video thumbnail
Raj Bhawan | রাজভবনকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য, CCTV-তে অভিযোগকারীর পিছনে একজনকে দৌড়াতে দেখা যায়
02:48
Video thumbnail
Stadium Bulletin | ইডেনে মুম্বইয়ের বদলা, না কি কলকাতার পাল্টা?
04:06
Video thumbnail
সেরা ১০ | 'সবে তো শুরু, এখনও অনেক ভিডিয়ো বেরোবে', আদালতে পেশের সময় বললেন শাহজাহান
17:57
Video thumbnail
নারদ নারদ (10.05.24) | 'পুলিশ বেশি প্রভুভক্তি দেখালে পদক্ষেপ', ফের কু-কথা দিলীপ ঘোষের
17:42