Placeholder canvas

Placeholder canvas
Homeবিনোদননির্বাচন কমিশনের ন্যাশনাল আইকনের পদ ছাড়লেন পঙ্কজ

নির্বাচন কমিশনের ন্যাশনাল আইকনের পদ ছাড়লেন পঙ্কজ

২০২২ সালের অক্টোবর মাসে অভিনেতাকে এই পদে নিয়োগ করেছিল কমিশন

Follow Us :

নয়াদিল্লি: বলি ছবির জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী (Pankaj Tripathi)। কলেজজীবনে তিনি ছাত্র সংগঠন এবিভিপির সঙ্গে যুক্ত ছিলেন। রাজনৈতিক কারণে এক সপ্তাহ জেলেও যেতে হয়েছিল৷ তারপরেই রাজনীতি ছেড়ে দেন পঙ্কজ। ২০২২ সালের অক্টোবর মাসে তাঁকে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের ন্যাশনাল আইকন পদে নিয়োগ করে কমিশন। সম্প্রতি সেই পদই ছেড়ে দিলেন অভিনেতা।

২০২৪-এর লোকসভা নির্বাচনের কয়েকমাস আগেই কেন কমিশন প্রদত্ত পদ ছাড়ার সিদ্ধান্ত নিলেন তিনি? সেই নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। সমস্ত জল্পনার ব্যাখ্যা দিয়ে বিহারের ভূমিপুত্র জানিয়েছেন, আগামী ১৯ জানুয়ারি মুক্তি পাচ্ছে প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর জীবনীভিত্তিক সিনেমা ‘ম্যায় অটল হুঁ’ (Main Atal Hoon)৷ সেই ছবিতে অটলের ভূমিকায় অভিনয় করেছেন পঙ্কজ। সেই কারণেই নির্বাচন কমিশনের চুক্তিতে উল্লিখিত শর্তাবলী অনুযায়ী কমিশনের ‘ন্যাশনাল আইকন’ পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি।

আরও পড়ুন: বিবেকানন্দের জন্মদিনে পরিবারতান্ত্রিক রাজনীতির বিরুদ্ধে লড়াইয়ে তরুণদের ডাক মোদির

প্রসঙ্গত, ভারতের তিনবারের প্রধানমন্ত্রীর জীবনের কাহিনি নিয়ে পরিচালক রবি যাদব (Ravi Jadhav) তৈরি করেছেন ‘ম্যায় অটল হু’। ছবিতে নামভূমিকায় দেখা যাবে পঙ্কজ ত্রিপাঠীকে। ছবির টিজার মুক্তির পরেই অভিনেতাকে দেখে বিস্মিত হয়েছিলেন অনেকেই। দর্শকরা বলেন, প্রাক্তন প্রধানমন্ত্রীর কথা বলার ধরন থেকে পোশাক পরার কায়দা, পঙ্কজ যেন সাক্ষাৎ অটল। ছবিটি চলতি বছরের ১৯ জানুয়ারি মুক্তি পেতে চলেছে ছবিটি। প্রাথমিকভাবে চলতি বছরের ২৫ ডিসেম্বর অটল বিহারী বাজপেয়ীর ৯৯ তম জন্মবার্ষিকীতে এই ছবি মুক্তির কথা ছিল কিন্তু এইসময়ে আরও অন্যান্য ছবি মুক্তি পাবে তাই ‘ম্যায় অটল হু’-র মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে। ঋষি বীরমণি (Rishi Virmani) ও রবি যাদব যৌথভাবে এই ছবির কাহিনি তৈরি করেছেন।

আরও খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular