Placeholder canvas

Placeholder canvas
HomeকলকাতাInternational Women's Day 2022: আন্তর্জাতিক নারী দিবসে শুভেচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায়ের

International Women’s Day 2022: আন্তর্জাতিক নারী দিবসে শুভেচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায়ের

Follow Us :

কলকাতা: আন্তর্জাতিক নারী দিবসে (International Women’s Day 2022) শুভেচ্ছা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata banerjee)। সারা বিশ্বের নারী সমাজকে শুভেচ্ছা জানিয়ে টুইটে তিনি লিখেছেন, নারীরা আমাদের গর্বিত করেছে। নারী সমাজের অবদান না থাকলে আজ আমরা এই জায়গায় পৌঁছতে পারতাম না।

অন্য একটি টুইটে মুখ্যমন্ত্রী লেখেন, মহিলাদের ক্ষমতায়নে আমাদের রাজ্য প্রতিশ্রুতিবদ্ধ। মহিলারা যাতে সমাজে বিশেষ অবদান রাখতে পারে সেই লক্ষ্যে নিরলস কাজ করে চলেছে আমাদের সরকার।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মঙ্গলবার কলকাতা পুলিসের দুটি ট্যাবলো উদ্বোধন করেন কলকাতা পুলিসের নগরপাল বিনীত কুমার গোয়েল। ট্যাবলোদুটি উত্তর এবং দক্ষিণ কলকাতার বিভিন্ন এলাকায় ঘুরবে। পুলিস জানায়, আগামী এক সপ্তাহ শহরজুড়ে কলকাতা পুলিসের উদ্যোগে চলবে পথ নাটিকাও। সেখানে মহিলাদের আত্মরক্ষার টিপস দেওয়া হবে।

আরও পড়ুন-  Jagdeep Dhankhar: বিধানসভায় আমাকে হেনস্তা করা হয়েছে, মার্শাল ডেকে পাইনি, বিস্ফোরক ধনখড়

লালবাজারে তেজস্বিনী নামে বিশেষ অনুষ্ঠানে পুলিস কমিশনার ওই ট্যাবলো দুটির উদ্বোধন করেন। সিপি এদিন মহিলাদের শুভেচ্ছা জানিয়ে বলেন, আপনাদের আরও আত্মনির্ভরশীল হতে হবে। ওই অনুষ্ঠানে সিপি জানান, এবার থেকে ১০০ ডায়ালে আরও দ্রুত কাজ করা হবে। বন্ধু অ্যাপের মাধ্যমে প্যানিক বোতাম টিপলেই মহিলারা ১০০ ডায়ালে পুলিসের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

 

RELATED ARTICLES

Most Popular