Placeholder canvas

Placeholder canvas
HomeকলকাতাCentral Teams Rreach Kolkata | একশো দিনের কাজ খতিয়ে দেখতে শহরে পা...

Central Teams Rreach Kolkata | একশো দিনের কাজ খতিয়ে দেখতে শহরে পা রাখল কেন্দ্রীয় প্রতিনিধি দল

Follow Us :

কলকাতা:  একশো দিনের(100 DAYS) কাজ সরেজমিনে খতিয়ে দেখতে ফের রাজ্যে এল কেন্দ্রীয় প্রতিনিধিদল?( Central Teams )। শুক্রবার সকাল ১১টায় কলকাতা বিমানবন্দরে (Airport) এসে পৌঁছয় কেন্দ্রীয় দল। সূত্রের খবর, ২২ মার্চ পর্যন্ত রাজ্যে থাকবেন কেন্দ্রের প্রতিনিধিরা। তাঁরা  উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় একশো দিনের কাজের প্রকল্প খতিয়ে দেখবেন। যে সমস্ত অনিয়মের অভিযোগ উঠছে তারও তদন্ত করবেন কেন্দ্রীয় প্রতিনিধিরা। কেন্দ্রীয় প্রতিনিধিদের এই সফরকে স্বাগত জানিয়ে টুইট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

এদিন বিমানবন্দরে নেমেই কেন্দ্রীয় প্রতিনিধিদল( Central Teams) মুর্শিদাবাদে রওনা দেয়।প্রতিনিধিরা আসার আগেই কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রক চিঠি (Letter) দিয়ে রাজ্যকে জানিয়েছে, এই চার জেলায় একশো দিনের কাজের প্রকল্প নিয়ে তাদের কাছে বারবার অভিযোগ গিয়েছে।সেই সব অভিযোগ খতিয়ে দেখতে আবার কেন্দ্রীয় দল পাঠানো হচ্ছে। যে চার জেলায় তাঁরা যাবেন, সংশ্লিষ্ট  জেলা প্রশাসনকে এই তদন্তকারী দলকে যাবতীয় সহযোগিতা করতে হবে বলেও চিঠিতে জানানো হয়েছে। দলের সদস্যরা যখন যেখানে যেতে চাইবেন, তার জন্য যেন যথাযথ ব্যবস্থা করা হয়, তাও চিঠিতে মনে করিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন:Privilege Motion Against Modi | মোদির বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব কংগ্রেসের, সংসদ মুলতুবি 

পঞ্চায়েত নির্বাচনের আগে নানা কারণে বেশ অস্বস্তিতে রয়েছে রাজ্যের শাসকদল। এমনিতেই গরু পাচার এবং নিয়োগ দুর্নীতি নিয়ে মুখ পুড়েছে তৃণমূলের (Trinamool)। রাজ্যের প্রভাবশালীরা বর্তমানে জেল বন্দি। তার মধ্যেই বিরোধীরা বারবার অভিযোগ করছে, একশো দিনের কাজ সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের টাকা নয়ছয় করেছেন শাসকদলের নেতাকর্মীরা। আর সেই টাকা (Money) থেকে নেতামন্ত্রীদের সম্পত্তির বাড়বাড়ন্ত।রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি এই ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে একাধিকবার চিঠিও দিয়েছে। বিরোধী দলনেতা এবং বেশ কয়েকজন বিজেপি সাংসদ ব্যক্তিগত ভাবে কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংকে বিষয়টি নিয়ে তদন্ত করানোর আর্জি জানিয়েছেন।

অন্যদিকে, রাজ্যের শাসকদল বারবার অভিযোগ করেছে একশো দিনের কাজের বরাদ্দ টাকা বহু বছর ধরে আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার। রাজ্যের তরফে একাধিকবার চিঠি দিলেও কেন্দ্র তা গুরুত্ব গিয়ে বিচার করছে না। একাধিক সভা সমিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শাসকদলের অন্যান্য নেতামন্ত্রীরা অভিযোগ করেছেন, রাজ্যের প্রধান বিরোধী দল বাংলার উন্নয়ন চায় না। তাই তারা কেন্দ্রীয় সরকারকে এধরনের চিঠি দিচ্ছে। তৃণমূলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudeep Banerjee) বেশকিছু মাস আগে গিরিরাজ সিংয়ের (Giriraj Singh) সঙ্গে দেখা করে রাজ্যের বকেয়া টাকার দাবি জানিয়েছিলেন। তারপরেও কোনও কাজ হয়নি বলে দাবি সুদীপের।

RELATED ARTICLES

Most Popular