Friday, July 18, 2025
Homeজেলার খবরEgra Incident | এগরা বিস্ফোরণ কাণ্ডে ভানু বাগের ছেলের বিরুদ্ধে খুনের মামলা...

Egra Incident | এগরা বিস্ফোরণ কাণ্ডে ভানু বাগের ছেলের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করল সিআইডি

Follow Us :

এগরা: এগরা (Egra) বিস্ফোরণ কাণ্ডে তদন্তে (Investigation) নেমে সিআইডি (CID) ভানু বাগের (Bhanu Bag) ছেলে পৃথ্বীজিৎ বাগকে (Prithwijit Bag) গ্রেফতার করে। শুক্রবার অভিযুক্তকে কাঁথি মহকুমা আদালতে (Kanthi Court) হাজির করে সিআইডি। কাঁথি আদালতের বিচারক তার জামিন নাকচ করে ১০ দিনের সিআইডি হেফাজতের (CID Custody) নির্দেশ দেন। অভিযুক্ত পৃথ্বীজিৎ বাগের বিরুদ্ধে লঘু ধারা নয়,  বোমা তৈরি করা সহ একাধিক জামিন অযোগ্য ধারায় যুক্ত করল সিআইডি। এই মামলার  ভারতীয় দণ্ডবিধির (IPC) জামিন অযোগ্য একাধিক ধারা অন্তর্ভুক্ত করলেন সিআইডি। অভিযুক্ত পৃথ্বীজিৎ বাগের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ১৮৮(সরকারি নির্দেশ অমান্য করে অপরাধ সংগঠিত করা ও এলাকায় অশান্তি)  ২৮৬ (বিস্ফোরক ব্যবহার করা)  ৩০৪ (অনিচ্ছাকৃত খুন),  ২৪/২৬ নং ( অনুমতি ছাড়া বাজি কারখানা)। কিন্তু সিআইডি দফতরের আধিকারিকেরা নতুন ভারতীয় দণ্ডবিধি অন্তর্ভুক্ত করেছেন। সেইগুলি হল ৩০৭ ( খুনের চেষ্টা),  ৩০২ (খুন)  ও ৯ (বি) বোমা তৈরি করা। 

সূএ মারফত জানা গিয়েছে,   বিস্ফোরণ ঘটার সঙ্গে সঙ্গে এগরা কাণ্ডের মূল অভিযুক্ত ভানু মোটর বাইকে করে ভাইপো ইন্দ্রজিৎকে সঙ্গে নিয়ে ওড়িশার বালেশ্বরের দিকে যায়। এগরার খাদিকুলগ্রাম থেকে সাহারার মোরাম রাস্তা ধরে ৫৬ কিলোমিটার দূরে বালেশ্বরে যায় ভানু। এরপর বিস্ফোরণের দগ্ধ ভানু কটকের  বেসরকারি হাসপাতালে ভর্তি হয়। এদিকে সিআইডি তদন্তে নেমে ভানু ঘনিষ্ঠ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে ভানুর খোঁজে মঙ্গলবার রাতেই ওড়িশা হানা দেয়। সেখানে ভানুর ছবি দেখিয়ে বিভিন্ন নার্সিংহোম এবং ছোট স্বাস্থ্যকেন্দ্রেও খোঁজ চালানো হয়। এরপর বৃহস্পতিবার সকালে কটকের এক হাসপাতাল থেকে দগ্ধ অবস্থায় ভানুকে পাকড়াও করে তারা। সূত্রের খবর, এলাকা ছেড়ে পালানোর সময় বাইকের পেছনে ছিল ভানুর ভাইপো ইন্দ্রজিৎ। মাঝে বসে ছিল ভানু। তদন্তকারীরা যাতে কোনওভাবে ভানুর খোঁজ না পায় সেজন্য নিজের মোবাইল ফোন বন্ধ রেখেছিল সে। এদিকে বিস্ফোরণ কাণ্ডে ভানুর নামে একাধিক ধারায় মামলার রুজু করা হয়েছে। 

আরও পড়ুন: Delhi Protest | আদালতের নির্দেশ মানছে না, ধর্নায় দিল্লির মন্ত্রীরা 

কাঁথি মহকুমা লিগ্যাল সেলের আইনজীবী তথা অভিযুক্ত পৃথ্বীজিৎ বাগের আইনজীবীর চন্দ্রশেখর দাস বলেন, সিআইডির পক্ষ থেকে ১৪ দিন হেফাজতে চেয়েছিল। বিচারক ১০ দিনের হেফাজতের নির্দেশ দেন। আমার মক্কেল পুরোপুরি নির্দোষ। একটা ঘটনা মনে করিয়ে রাখি, দস্যু রত্নাকরের পাপের ভাগীদার কেউ নেয়নি?  বাজি কারখানা যদি তার বাবার নামে থাকতে পারে,  তার ছেলে, ভাইপো এদের ভূমিকা কী থাকতে পারে?

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39