Placeholder canvas

Placeholder canvas
Homeজেলার খবরSBSTC: প্রশাসনিক ব্যবস্থার হুঁশিয়ারি, উঠল দক্ষিণবঙ্গে বাস ধর্মঘট, কাটল অচলাবস্থা

SBSTC: প্রশাসনিক ব্যবস্থার হুঁশিয়ারি, উঠল দক্ষিণবঙ্গে বাস ধর্মঘট, কাটল অচলাবস্থা

Follow Us :

অবশেষে মন্ত্রীর নির্দেশে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ম্যানেজিং ডিরেক্টর  প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি দেওয়ার পর  কাটল অচলাবস্থা। আন্দোলনের পাঁচ দিনের মাথায় প্রত্যাহার হল অস্থায়ী কর্মীদের ধর্মঘট। বুধবার থেকে দক্ষিণবঙ্গে সরকারি বাস পরিষেবা স্বাভাবিক হওয়ার সম্ভাবনা।  

সোমবার পর্যন্ত অবশ্য পরিস্থিতি অন্যরকম ছিল। পরিবহণ মন্ত্রীর আশ্বাস সত্ত্বেও কাটছিল না জটিলতা। ধর্মঘট চালিয়ে যাচ্ছিলেন  দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের অস্থায়ী কর্মীরা। অবশেষে মঙ্গলবারে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেন তাঁরা।  আশ্বাস সত্ত্বেও ধর্মঘট প্রত্যাহার না হওয়ায় ক্ষুব্ধ পরিবহণ মন্ত্রী পুজোর আগে বাস পরিষেবা স্বাভাবিক না হলে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দেন। দীঘা ডিপোয় পুলিশি হস্তক্ষেপে ধর্মঘট উঠলেও অন্য সব ডিপোয় অবশ্য মঙ্গলবার সকাল পর্যন্ত অচলাবস্থা অব্যহত ছিল।

গত শুক্রবার থেকে ধর্মঘটে শামিল হন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের অস্থায়ী কর্মীরা। ২০১৩ সাল থেকে যাঁরা বাস চালাচ্ছেন, তাঁদের স্থায়ীকরণ, মাসে ২৬ দিন কাজ, ছুটি-সহ অন্যান্য একাধিক দাবি নিয়ে আন্দোলনে সামিল হন তাঁরা। হলদিয়া, দিঘা, মেদিনীপুর, সিউড়ি, রামপুরহাট, বর্ধমান, দুর্গাপুর-সহ দক্ষিণবঙ্গের মোট কুড়িটি ডিপোয় অনির্দিষ্টকালের জন্য শুরু হয় বাস ধর্মঘট। এই ধর্মঘটের জেরে আন্তঃজেলা সরকারি বাস পরিষেবা কার্যত স্তব্ধ হয়ে যায়। পুজোর মুখে প্রবল সমস্যায় পড়তে হয় আমজনতাকে। এই পরিস্থিতিতে সোমবার সংবাদমাধ্যমের মাধ্যমে আন্দোলনকারীদের দাবি পূরণের আশ্বাস দিয়েছিলেন পরিবহন মন্ত্রী। তিনি। বলেন,“আমি আশ্বাস দিচ্ছি মাসে ২৬ দিন কাজ থাকবে। বাকি যা দাবি রয়েছে, যতটা সম্ভব আমি করব।” অবিলম্বে ধর্মঘট প্রত্যাহারের আর্জি জানান তিনি।

কিন্তু তারপরেও অবস্থা স্বাভাবিক হয়নি। অবশেষে মন্ত্রীর নির্দেশে বাস পরিষেবা স্বাভাবিক রাখতে প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের ম্যানেজিং ডিরেক্টর। মঙ্গলবার প্রতিটি ডিপো ইনচার্জকে বাস পরিষেবা স্বাভাবিক রাখতে লিখিত নির্দেশিকা পাঠান তিনি। ওই নির্দেশিকায় স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, আন্দোলনের নামে যেভাবে বাস পরিষেবা কে অচল করে রাখা হয়েছে তা বেআইনি। ঠিকা কর্মীদের যুক্ত করা হয়েছে বাস চলাচল ব্যবস্থা স্বাভাবিক রাখার জন্য। সেখানে কয়েকদিন আন্দোলনের নামে যেভাবে বাস পরিষেবা অচল করে রাখা হয়েছে তা মেনে নেওয়া হবে না। প্রয়োজনে আরো কড়া পদক্ষেপ নেওয়া হবে। দ্রুত বাস পরিষেবা চালু করতে কাজে যোগ দিয়ে বাস নামানোর স্পষ্ট নির্দেশ দেন এস বি এস টি সির ম্যানেজিং ডিরেক্টর।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Loksabha Election 2024 | ভোটের আগের দিন পঃ মেদিনীপুরে নগদ ২৪ লক্ষ টাকা উদ্ধার
00:00
Video thumbnail
Cyclone Remal | শনিবার গভীর নিম্নচাপ পরিণত হবে ঘূর্ণিঝড়, রবিবার সন্ধের পর রেমালের ল্যান্ডফল
00:00
Video thumbnail
পলিট্রিক্সের গ্রিনরুম | প্রণব-মমতা সাক্ষাৎ হলে কী খাওয়া হতো?
58:21
Video thumbnail
Cyclone Remal | কবে ল্যান্ডফল রেমালের! রবি ও সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা
05:53
Video thumbnail
Beyond politics | বিশ্বাসঘাতকদের ইতিহাস নির্মাণ
11:54:58
Video thumbnail
চতুর্থ স্তম্ভ | Fourth Pillar | ইডি এখন অদক্ষ অফিসারে ভরে গিয়েছে, বলছেন বিচারপতি
11:54:56
Video thumbnail
আজকে (Aajke) | এবার ওবিসি নিয়ে নতুন রাজনীতি
11:55:00
Video thumbnail
Bangladesh MP | কলকাতায় বাংলাদেশি সাংসদ খু*নে নয়া মোড়, প্রকাশ্যে এল সিসিটিভি ফুটেজ
06:05
Video thumbnail
Paschim Medinipur BJP | ভোটের আগের দিন পশ্চিম মেদিনীপুরের বিজেপি নেতার থেকে উদ্ধার ২৪ লক্ষ টাকা
03:43
Video thumbnail
পলিট্রিক্সের গ্রিনরুম (পর্ব-৮) | Sonia Gandhi | সোনিয়া গান্ধী কেন প্রধানমন্ত্রী হতে পারলেন না?
11:54:56