
কলকাতা: পুজো আসছে। সাজছে বাংলার পাশাপাশি দেশ বিদেশও। পুজোয় নতুন শাড়ি, জামা, জুতো, ব্যাগ, গয়না কিনে সাজতে কার না ভাললাগে! সকলেরই পুজো নিয়ে অনেক রকম প্ল্যানিং থাকে। সেই মত কেনাকাটা শুরু হয়ে যায় অনেকদিন থেকেই। সকলের প্রায় শপিং শুরুও হয়ে গিয়েছে, আবার অনেকের শেষের পথেও। পুজো আসছে, আর ফ্যাশন নিয়ে কোনও কথা হবে না সেটা হয় কি? চলুন জেনে নেওয়া যাক এবার পুজোয় কী কী ট্রেন্ড করছে। পুজোর আগে আর বেশি দিন বাকি নেই, তাই এখন থেকেই সবাই প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছেন।
জামদানি শাড়ি: বাঙালির উৎসবে বাংলার ফ্যাশনের ছোঁয়া থাকবে না, তা কি হয়! পুজোর ফ্যাশনে সব সময়ই সুপারহিট জামদানি। তবে এবার কিন্তু পেস্টল রং নয়, বরং এই বছর ট্রেন্ডিয়ে চলছে উজ্জ্বল রং। এছাড়াও অন্যান্য জামদানি শাড়ির তুলনায় বেশি চাহিদা মসলিন জামদানির।
আরও পড়ুন: পুজোয় এই প্রসাধনীগুলো কিন্তু মাস্ট, ভুলেও শেয়ার করবেন না কারও সঙ্গে
অরগ্যাঞ্জা শাড়ি: এই ধরনের শাড়ি কিন্তু এবার পুজোয় সুপারহিট। নেটপাড়ায় রীতিমতো ভাইরাল অরগ্যাঞ্জা এমব্রয়ডারি শাড়ি। এই শাড়ি আপনাকে একটি ক্লাসি লুক দেবে। সেই সঙ্গে মিলবে ট্র্যাডিশনাল ছোঁয়া।
হ্যান্ডলুম শাড়ি: সুতি থেকে সিল্ক, নানা ধরনের হ্যান্ডলুম মন জয় করেছে বঙ্গ নারীদের। খাঁটি হ্যান্ডলুম শাড়ির দাম সামান্য বেশি হলেও, ফ্যান্সি হ্যান্ডলুম কিন্তু বেশ বাজেট ফ্রেন্ডলি। এই বছর পুজোতেও কিন্তু এই হ্যান্ডলুম শাড়ির চাহিদা বেশ রয়েছে। কারণ এই শাড়ি কিন্তু পড়ে খুবই আরাম।
কুর্তি: এদিকে নামীদামি দোকানেও সবাই এই ধরনের কুর্তা কেনার জন্যে ভিড় করেছেন। আলিয়া ভাটের ম্যাটারনিটি ফ্যাশনের এই কুর্তি বেশ জনপ্রিয়। এই ধরণের কুর্তিও কিন্তু আপনি কিনতে পারেন।
কো-অর্ড সেট: আন্তর্জাতিক ফ্যাশন দুনিয়ায় এই কো-অর্ড সেটের চাহিদা বর্তমানে কিন্তু তুঙ্গে রয়েছে। এই বছর পুজোয় প্রায় সবাই কিন্তু নিজেদের ফ্যাশ্যেনেবল দেখাতে কালেকশনে রাখতে চাইছেন কো-অর্ড সেট।
অন্য খবর দেখুন: