Placeholder canvas
HomeScrollকুলগামে এনকাউন্টারে খতম ৫ জঙ্গি

কুলগামে এনকাউন্টারে খতম ৫ জঙ্গি

শ্রীনগর: লস্কর-ই-তইবার পাঁচ জঙ্গি খতম।শুক্রবার জম্মু ও কাশ্মীরের কুলগামে সেনা, সিআরপিএফ এবং পুলিশের যৌথ অভিযানে পাক সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তইবার পাঁচ জঙ্গিকে খতম করা হল। পাহাড় ও জঙ্গল ঘেরা ওই এলাকায় আরও জঙ্গি লুকিয়ে থাকার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গোটা এলাকা ঘিরে রেখেছে ভারতীয় সেনা।

জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার গোপন সূত্র খবর পেয়ে ধমহাল হাঞ্জি পোরা এলাকায় তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। সামনো গ্রামে লুকিয়ে থাকা জঙ্গিদের সঙ্গে রাত থেকে শুরু হয় গুলির লড়াই। আজ ভোরে মোট পাঁচ জঙ্গিকে নিকেশ করা হয় বলে জানা যায়।

আরও পড়ুন: সেনা ও পুলিশের যৌথ অভিযানে সোপিয়ানে নিহত হিজবুল কমান্ডার

কুলগামের ওই এলাকা দীর্ঘ দিন ধরেই জঙ্গি উপদ্রুত বলে পরিচিত। গত বৃহস্পতিবার ভোররাতে সেনা এবং জম্মু ও কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে সোপিয়ানে এলাকায় এক জঙ্গিকে নিহত করা হয়। নিহত ওই জঙ্গি হিজবুল মুজাহিদিন সংগঠনেরদি রেজিস্ট্যান্স ফ্রন্ট (TRF)-এর এক কমান্ডার ছিল। নিহত মাইসের আহমেদ দার একাধিক নাশকতার মামলায় অভিযুক্ত বলে জানিয়েছে পুলিশ।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments