Placeholder canvas

Placeholder canvas
HomeদেশUGC New Chairman: ইউজিসি-র নয়া চেয়ারম্যান জেএনইউ খ্যাত জগদেশ কুমার

UGC New Chairman: ইউজিসি-র নয়া চেয়ারম্যান জেএনইউ খ্যাত জগদেশ কুমার

Follow Us :

নয়াদিল্লি: দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (JNU) উপাচার্য এম জগদেশ কুমারকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান (UGC New Chairman) করা হল। শুক্রবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের তরফে একথা ঘোষণা করা হয়েছে। গত জানুয়ারি মাসে জেএনইউ উপাচার্য (Vice chancellor) পদে জগদেশের (Jagadesh Kumar) কার্যকালের মেয়াদ শেষ হয়। জেএনইউয়ের পরবর্তী উপাচার্য কে হবেন, তা এখনও চূড়ান্ত হয়নি। গত বছরের ৭ ডিসেম্বর ইউজিসির চেয়ারম্যান পদে অবসর নেন অধ্যাপক ডি পি সিং। তারপর থেকে ওই পদটি শূন্যই ছিল।

২০১৬ সালে জেএনইউয়ের উপাচার্যের দায়িত্ব দেওয়ার পর থেকে জগদেশ কুমারকে নিয়ে বিতর্কের শুরু। ওই বছরই নাজিব আহমেদ নামে এমএসসির (M.SC) এক ছাত্রের অন্তর্ধানকে ঘিরে তুমুল আলোড়নের সৃষ্টি হয়। অভিযোগ, খোদ উপাচার্যের মদতে বিশ্ববিদ্যালয় নাজিবের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়েছিল। তারপরই নাজিবের আর খোঁজ পাওয়া যায়নি। তখন তা নিয়ে তুমুল বিতর্ক চলে। ২০১৯ সালে নাগরিকত্ত্ব আইনের বিরুদ্ধে জেএনইউতে তীব্র আন্দোলন গড়ে তুলেছিলেন পড়ুয়ারা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশ ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়েছিলেন। ওই সময় দিল্লি পুলিশ একাধিকবার বিশ্ববিদ্যালয় চত্বরে এবং হস্টেলে পড়ুয়াদের উপর নৃশংস হামলা চালায়। হস্টেলের ঘরে ঘরে ঢুকে ছাত্রছাত্রীদের মারধরের অভিযোগ উঠেছিল দিল্লি পুলিসের বিরুদ্ধে। দিল্লির কয়েকজন বিজেপি নেতা এবং অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (ABVP) কতিপয় সদস্যের প্রত্যক্ষ মদত ছিল পুলিসের ওই হামলার পিছনে। তা নিয়েও বিস্তর জলঘোলা হয়। এতেও বিতর্কে জড়ান তৎকালীন উপাচার্য জগদেশ কুমার।

আরও পড়ুন: Asaduddin Owaisi: অভিযুক্তদের বিরুদ্ধে UAPA ধারায় শাস্তি চেয়ে জেড ক্যাটেগরি নিরাপত্তা প্রত্যাহার আসাদুদ্দিনের

জেএনইউ-র দৈনন্দিন কাজকর্ম নিয়েও বিতর্ক পিছু ছাড়েনি জগদেশ কুমারের। হস্টেলের অব্যবস্থা, বিশ্ববিদ্যালয়ের পঠন-পাঠন ইত্যাদিকে কেন্দ্র করেও উপাচার্যের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ ছিল পড়ুয়া, অধ্যাপক-সহ বিভিন্ন মহলের। তাঁর বিরুদ্ধে ‘বিজেপির দালালি’ করারও অভিযোগ ওঠে বিভিন্ন সময়ে।

এ হেন বিতর্কিত শিক্ষাবিদকে ইউজিসি-র চেয়ারম্যান করায় ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেকেই বলছেন, ‘গেরুয়া ঘেঁষা’ নয়া জাতীয় শিক্ষানীতি (National Education Policy) কার্যকর করানোর জন্যই জগদেশ কুমারকে ওই পদে বসানো হয়েছে। আগামিদিনে তাঁকে ঘিরে আবারও ঝড় উঠতে পারে বলে মনে করছে শিক্ষামহল।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Raj Bhawan | রাজভবনকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য, CCTV-তে অভিযোগকারীর পিছনে একজনকে দৌড়াতে দেখা যায়
02:48
Video thumbnail
Stadium Bulletin | ইডেনে মুম্বইয়ের বদলা, না কি কলকাতার পাল্টা?
04:06
Video thumbnail
সেরা ১০ | 'সবে তো শুরু, এখনও অনেক ভিডিয়ো বেরোবে', আদালতে পেশের সময় বললেন শাহজাহান
17:57
Video thumbnail
নারদ নারদ (10.05.24) | 'পুলিশ বেশি প্রভুভক্তি দেখালে পদক্ষেপ', ফের কু-কথা দিলীপ ঘোষের
17:42
Video thumbnail
ধর্মযুদ্ধে রণহুঙ্কার | 'সত্য মিথ্যে উনি কি জানেন?' : রেখা পাত্র
04:34
Video thumbnail
ধর্মযুদ্ধের দামামা | কং-বামের সঙ্গে প্রচারে আরএসপি
12:53
Video thumbnail
Abhishek Banerjee | শত্রুঘ্ন সিনহার হয়ে আসানসোলে প্রচারে অভিষেক
01:52
Video thumbnail
Kriti Sanon | বান্দ্রায় লাল ড্রেসে ব়্যাভিশিং কৃতী শ্যানন, দেখুন ভিডিও
00:39
Video thumbnail
Amit Shah | বীরভূমে ভোটপ্রচারে অমিত শাহ, কী বললেন দেখুন ভিডিও
15:48
Video thumbnail
District Top News | দেখে নিন আজকের জেলার গুরুত্বপূর্ণ খবরগুলি
17:05