Placeholder canvas

Placeholder canvas
Homeদেশজনসাধারণকে কিছুটা স্বস্তি দিতে পেট্রল ও ডিজেলের ভ্যাট কমানোর সিদ্ধান্ত রাজস্থান সরকারের

জনসাধারণকে কিছুটা স্বস্তি দিতে পেট্রল ও ডিজেলের ভ্যাট কমানোর সিদ্ধান্ত রাজস্থান সরকারের

Follow Us :

রাজস্থান সরকার মঙ্গলবার পেট্রল এবং ডিজেলের উপর মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রতি লিটারে যথাক্রমে ৪ টাকা এবং ৫ টাকা করে কমানোর কথা ঘোষণা করেছে। এদিন মধ্যরাত থেকে এই নতুন দর কার্যকর হয়। মঙ্গলবার মন্ত্রিসভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট (Ashok Gehlot) বৈঠকে জানান, মন্ত্রিসভার বৈঠকে সর্বসম্মতিতে পেট্রল এবং ডিজেলের উপর ভ্যাটের হার কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার রাত ১২টা থেকে পেট্রলে প্রতি লিটারে ৪ টাকা এবং ডিজেলের জন্য প্রতি লিটারে ৫ টাকা কমানো হবে। কিন্তু মন্ত্রিসভার এই সিদ্ধান্তের ফলে রাজ্য সরকারের বার্ষিক রাজস্বে ৩,৫০০ কোটি টাকার লোকসান হবে বলেও জানান মুখ্যমন্ত্রী।

অন্যদিকে, বিরোধী দল বিজেপি এই সিদ্ধান্ত ঘোষণার পরে অশোক গেহলটের সরকারকে কটাক্ষ করেছে। রাজস্থানের বিজেপির প্রধান সতীশ পুনিয়া টুইট করে জানান, অনেক দেরিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ৩ বছর ধরে রাজ্যের জনগণেরও এই দাবি ছিল। সেই সঙ্গে এবার বিদ্যুতের জ্বালানীর মূল্যবৃদ্ধির উপর আলোকপাত করার আর্জি জানিয়েছেন তিনি।

আরও পড়ুন : রাজস্থানের পথ দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ক্ষতিপূরণের আশ্বাস প্রধানমন্ত্রীর

৩ নভেম্বর, কেন্দ্র পেট্রল এবং ডিজেলের উপর ধার্য আবগারি শুল্ক কমানোর ঘোষণা করেছিল। পেট্রলের আবগারি শুল্ক ৫ টাকা এবং ডিজেলে ১০ টাকা কমানো হয়েছে। রাজস্থানের আগে, ২৩ টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি ভোক্তাদের স্বস্তি দিতে পেট্রল এবং ডিজেলের উপর ভ্যাট কমিয়েছে। জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহের শুরুতে দেশের প্রায় সর্বত্র জ্বালানির দাম ১০০ টাকা ছুঁয়েছে। গত বছরের এপ্রিলে পেট্রল প্রতি লিটারে ৬৯ টাকার একটু বেশি ছিল এবং এই বছরের মার্চের শেষে লিটার প্রতি পেট্রলের দাম ৯০ টাকার পেরিয়ে যায়।

RELATED ARTICLES

Most Popular