Placeholder canvas

Placeholder canvas
HomeScroll১৪ ঘন্টা পর সুজিত বসুর বাড়ি ছাড়লেন ইডি অফিসাররা

১৪ ঘন্টা পর সুজিত বসুর বাড়ি ছাড়লেন ইডি অফিসাররা

তদন্ত প্রক্রিয়া এখন চলছে, আমরা সাহায্য করছি, জানান সুজিতের ছেলে

Follow Us :

কলকাতা: ১৪ ঘন্টা পর সুজিত বসুর (Sujit Basu) বাড়ি ছাড়লেন ইডি (Enforcement Directorate) অফিসাররা। প্রায় ১৪ ঘন্টার ম্যারাথন তল্লাশির পর ১৪ থেকে ১৬ জন ইডির অফিসার ও সিআরপিএফ  জওয়ানরা দমকল মন্ত্রীর বাড়ি ছাড়লেন। আধিকারিকরা হাতে একাধিক নথি নিয়ে মন্ত্রীর বাড়ি থেকে বের হন। এদিকে রাত বাড়তেই সুজিত বসুর বাড়ির সামনে অনুগামীদের ভিড় জমছে। সুজিত বসুর লেকটাউনের বাড়ি থেকে শ্রীভূমি ক্লাব (Shribhoomi Club) এবং অফিসে ইডির তল্লাশি চলায়। এরইমাঝে কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তার ঘেরাটোপে বাড়ি থেকে সুজিত বসুর ছেলে সমুদ্রকে বের করে নিয়ে যাওয়া হয় শ্রীভূমি ক্লাবের সামনে একটি অফিসে। ও তাঁর পুরনো বাড়িতে নিয়ে যাওয়া হয়। সুজিতের ছেলে সমুদ্র বসু জানিয়েছেন, তদন্ত প্রক্রিয়া এখন চলছে। তিনি সাহায্য করছেন। ওরা ওদের কাজ করছে, করুক।

লেকটাউনে সুজিত বসুর দুটি বাড়িতে সকাল থেকেই ইডির তল্লাশি চলছে। পুরসভায় তৎকালীন ভাইস চেয়ারম্যান সুজিত বসু এই পদে থাকাকালীন নিয়োগে কোনও দুর্নীতি হয়েছে কি না বা তিনি কিছু জানেন কি না সেটাই জানতে চাইছে ইডি। সুজিত বসুর বাড়িতে প্রিন্টার, স্ক্যানারও নিয়ে আসা হয়। এলাকা ঘিরে ফেলে ইডি। সকাল থেকে ওই রাস্তায় শুধু রাজ্য পুলিশ আর কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘোরাঘুরি করছে। বাহিনীর গাড়ি ভর্তি। হাতে রয়েছে ঢাল। মাথায় হেলমেট। দেখে বোঝার উপায় নেই তল্লাশি অভিযান চলছে না কোনও নির্বাচনের এরিয়া ডমিনেশ চলছে। সন্দেশখালির ঘটনার পর থেকে নিরাপত্তার বিষয় আরও সচেতন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

আরও পড়ুন: ১১ ঘণ্টা তল্লাশির পর তাপস রায়ের বাড়ি থেকে বেরোলেন ইডি আধিকারিকরা

তৃণমূল কংগ্রেস বিধায়ক তাপস রায় এবং উত্তর দমদম পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর সুবোধ চক্রবর্তীর বাড়িতে হানা দেয় ইডি। বরানগরের বিধায়ক তাপস রায়ের (Tapas Roy) তাঁর বউবাজারের বাড়ি ও অফিসে ১১ ঘণ্টা তল্লাশি চালায় ইডি। এদিন তল্লাশির বিষয়ে তাপস রায় বলেন, রাজনীতির সঙ্গে যুক্ত, তাই তল্লাশি হচ্ছে। তবে এই বিষয়ে আমি কিছু বলব না। যা বলার দল বলবে। ইডি যা জিজ্ঞেস করেছিল উত্তর দিয়েছি। আমরা রাজনীতি করি, অনেক মানুষ আসেন। তাঁরা বায়োডেটা দিয়ে বিভিন্ন অনুরোধ করেন। সেরকমই কিছু পুরনো কাগজ নিয়ে গিয়েছে ইডি।

আরও অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular