Placeholder canvas

Placeholder canvas
HomeScrollপ্রসঙ্গ ক্রিকেট, নাম না করে মোদিকে পাপিষ্ঠ বললেন মমতা

প্রসঙ্গ ক্রিকেট, নাম না করে মোদিকে পাপিষ্ঠ বললেন মমতা

এদিন মমতা কটাক্ষ করে বলেন, একটা বাথরুম তৈরি করতে গেলেও বাবুদের ছবি লাগাতে হবে

Follow Us :

কলকাতা: বুধবার নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অপয়া বলেছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। উপলক্ষ ছিল বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে ভারতের পরাজয়। রাহুলের ইঙ্গিত ছিল, মোদির মতো অপয়া লোকজন মাঠে খেলা দেখতে গিয়েছিলেন বলেই ভারত হেরেছে। ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ক্রিকেট খেলা নিয়েই মোদিকে পাপিষ্ঠ বললেন তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তিনিও নাম করেননি।
বৃহস্পতিবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে দলের এক সভায় মমতা বলেন, ফাইনাল খেলা যদি কলকাতার ইডেনে কিংবা মুম্বইয়ের ওয়াংখাড়ে স্টেডিয়ামে হত, তাহলে আমরা জিততাম। ইন্ডিয়া এত ভালো খেলল। পাপিষ্ঠরা যেই গেলেন মাঠে, ওমনি ইন্ডিয়া টিম হেরে গেল। এ ব্যাপারে তৃণমূল নেত্রী আরএসএস কর্তা মোহন ভাগবতকেও ছেড়ে কথা বলেননি। তবে তাঁরও নাম করেননি তিনি। মমতা বলেন, এই ব্যক্তি সব চেয়ে বেশি বিষ ছড়াচ্ছেন। তাঁর আক্রমণের লক্ষ্য ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নাম উল্লেখ না করেই তিনি বলেন, যে লোকটা বেশি দেশের ক্ষতি করেছেন, তাঁকে সমর্থন করবেন না। মোদি-শাহকে তিনি জগাই-মাধাই বলেও কটাক্ষ করেন। মমতা বলেন, আসলে পাপ বাপকেও ছাড়ে না।

আরও পড়ুন: ডিসেম্বরে দিল্লি অভিযানের ডাক মমতার, মোদির কাছে দরবার

বুধবার রাহুল নাম উল্লেখ না করে মোদিকে অপয়া বলায় বিজেপি তেড়েফুঁড়ে উঠেছে। সেদিনই বিজেপি নির্বাচন কমিশনের কাছে রাহুলের বিরুদ্ধে নালিশ করেছে। বৃহস্পতিবার কমিশন রাহুলকে চিঠি দিয়ে তাঁর বক্তব্য জানতে চেয়েছে।

এদিন নেতাজি ইনডোরের সভায় মমতা সিপিএম এবং বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করেন। তবে তাঁর মুখে কংগ্রেস সম্পর্কে একটি কথাও শোনা যায়নি। বরং বোফর্স ইস্যুতে সিপিএম, বিজেপি-সহ বিরোধীরা রাজীব গান্ধীর বিরুদ্ধে যে কদর্য এবং আক্রমণাত্মক প্রচার চালিয়েছিল, মমতা সেই কথা টেনে আনেন।

আরও খবর দেখুন 

RELATED ARTICLES

Most Popular