Placeholder canvas

Placeholder canvas
Homeখেলামেঘে ঢাকা রাঁচীতেই সিরিজ জয়ের অদম্য স্বপ্ন!
India vs England

মেঘে ঢাকা রাঁচীতেই সিরিজ জয়ের অদম্য স্বপ্ন!

দীর্ঘক্ষণ পিচ পর্যবেক্ষণে দ্রাবিড়

Follow Us :

জয়জ্যোতি ঘোষ, রাঁচী: দুপুর ৩টে বেজে ২৮ মিনিট। মেঘে ঢাকা রাঁচীর জেএসসিএ স্টেডিয়ামের আকাশ। মেঘের আড়াল থেকেই চলছে সূর্যের লুকোচুরি। একইসঙ্গে বয়ে চলেছে শীতল বাতাস। শীত যে এখনও শেষ হয়ে যায়নি রাঁচী স্টেডিয়ামে (Ranchi Stadium) কিছুক্ষণ দাঁড়ালেই সেটা অনুভূত হবে। ঠিক এমন সময়ে ভারতীয় হেড কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) এসে হাজির! কারও সঙ্গে কোনও বাক্যালাপ নয়। সটান গিয়ে দাঁড়িয়ে পড়লেন পিচের সামনে। চললো প্রায় আধঘন্টা ধরে পিচ পর্যবেক্ষণ। কীরকম পিচ চাইছেন মিস্টার ডিপেন্ডেবল? টার্নিং ট্র‍্যাক নাকি অন্য কিছু? রাঁচীর উইকেট সাধারণত প্রথম দু’দিন ব্যাটিং সহয়াক হয়। তারপর থেকে যত খেলা এগোয় স্পিনাররা শাসন করেন। যদিও পাঁচ বছর আগে রাঁচীতে হয়ে যাওয়া শেষ টেস্ট ম্যাচে দাপট দেখিয়েছিলেন মহম্মদ শামি এবং উমেশ যাদবরা। তবে এবার কি গল্পে টুইস্ট? একটা কারণ ভীষণ স্পষ্ট যে দলের প্রধান সিমার জসপ্রীত বুমরাকে আসন্ন টেস্ট ম্যাচ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে। ভারতীয় টিম ম্যানেজমেন্টের তরফ থেকে থেকে কী বার্তা যাচ্ছে পিচ কিউরেটরের কাছে? হাইলি সাসপিশিয়াস! পিচ পর্যবেক্ষণের পর রাহুল দ্রাবিড় বাক্যালাপ সারলেন শুধুমাত্র একজন ব্যক্তির সঙ্গে- তিনি আর কেউ নন, এখানকার পিচ কিউরেটর। পরে উইকেট কেমন হতে চলেছে তাঁকে প্রশ্ন করায় শুধু মুচকি হাসলেন।

ভারতীয় ড্রেসিংরুমের দিকে তাকাতে চোখ পড়ল গত টেস্ট ম্যাচে অভিষেকেই নজর কাড়া সরফরাজ খানের দিকে। দু’টো পা চেয়ারে তুলে বসে আছেন। দেখতেই মনে পড়ে গেল ৭০ দশকের ‘দিওয়ার’ মুভির এক দৃশ্যের কথা। যেখানে ব্লু-শার্ট পরা ‘বিজয়’ ভিলেনদের উদ্দেশে বলছেন- ‘তুম লোগ মুঝে ঢুন্দ রাহে হো…ম্যায় তুমহারা ইয়াহান ইনতেজার কার রাহা হুন….’। দিওয়ারের ‘বিজয়’- এর বিক্রম-মেজাজিয়ানা-মস্তানি সরফরাজের ব্যাটিং-এ ধরা পড়েছে রাজকোটেই। রাঁচীতে আবার সেটারই ফ্ল্যাশব্যাক দেখতে চাইবেন ভারতীয় ক্রিকেট অনুরাগীরা। প্রার্থনা শুধু এটাই যেন দুর্ভাগ্যক্রমে রান আউট না হয়ে যান রাজকোটের প্রথম ইনিংসের মতো।

আরও পড়ুন: কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব-৭)

ভারতীয় দলের অপশনাল অনুশীলন শুরু হতেই শেষ হয়ে যায় এক পশলা বৃষ্টির কারণে। স্ট্রেচিং-রুটিন ড্রিল-ক্যাচিং প্র‍্যাকটিসেই সীমিত এদিনের অনুশীলন। তাই ম্যাচের আগের দিনই অনুশীলনের মেইন কোর্স হবে বলা বাহুল্য। এদিনেরটা ছিল মূলত Appetizer।

এমনিতে ভীষণ ছিমছাম রাঁচী। ৯০ দশকের শেষে দাঁড়িয়ে কল্পনা করাও কঠিন ছিল এখানকারই এক সামান্য পাম্প অপারেটরের ছেলে মাহির হাত ধরেই ভারতে তিনটি আইসিসি ট্রফি আসবে! আজকের খুদে মাহিরা তাঁকে দেখেই হয়ত নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কে বলতে পারে হয়ত আরেকটা মহেন্দ্র সিংহ ধোনি এখান থেকেই জন্ম নেবে বছর কয়েক পর!

রাঁচী জুড়ে আরেকটা গুজবও রটেছে। ট্যাক্সি চালক থেকে হোটেলের ম্যানেজারের একটাই প্রশ্ন- ‘গুড নিউজ তো পেয়ে গিয়েছি আমরা….তাহলে কি যুদ্ধকালীন তৎপরতায় বিরাট কোহলি রাঁচীতে ভারতীয় দলের সঙ্গে যোগ দিচ্ছেন? কেএল রাহুল তো এই টেস্টেও খেলতে পারছেন না…..’ আসলে সিংহের গুহায় ‘বিরাট’ গর্জন শোনার বাসনা যে প্রত্যেক ভারতীয় ক্রিকেট অনুরাগীর! কিন্তু এবারের মতো সেই বাসনার বিসর্জন দিতেই হবে!

আরও পড়ুন: আইপিএল সূচি দুই ভাগে, শুরু হতে পারে ২২ মার্চ

রাত ৯টা পার হয়ে গিয়েছে। রাতের এক নাইটক্লাবে ২০২৪- এর ফেব্রুয়ারিতেও চলছে ৭০ দশকের সেই ব্লকবাস্টার হিট মুভি ‘দিওয়ার’- এর গান- ‘কেহেদু তুমহে ইয়া চুপ রাহু…দিল ম্যায় মেরে আজ কিয়া হ্যায়…’

কিন্তু বিশ্বাস করুন- শশী কাপুর বা নিতু সিং কে একবারের জন্যও মনে পড়ছে না। চোখের সামনে নেশার মতো বারবার আসছে ‘দিওয়ার’-এ পিটারের ডেরায় বসা ব্লু-শার্ট পরা ‘বিজয়’ আর একইসঙ্গে এদিন দুপুরে ড্রেসিংরুমের সামনে চেয়ারে দু’পা তুলে বসে থাকা কমলা জার্সিতে সরফরাজ!

কানে বারবার অনুরণিত হচ্ছে সেই কালজয়ী সংলাপ- ‘তুম লোগ মুঝে ঢুন্দ রাহে হো…ম্যায় তুমহারা ইয়াহান ইনতেজার কার রাহা হুন….’

আরও খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular