হাওড়া: দাসপুরের ত্রিবেণী পার্কে পিকনিক করতে এসে রূপনারায়ণ নদীতে নৌকাডুবিতে (Naukadubi) নিখোঁজ ৬ জনের মধ্যে ১ একজেনর মৃতদেহ উদ্ধার হল। ১২ ঘন্টা পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত নিখোঁজ মিলল না বাকিদের। বৃহস্পতিবার হাওড়ার (Howrah) বেলগাছিয়ার লিচুবাগান থেকে ১৩ জন এসেছিলেন। আর মানকুরের পাঁচজন ছিলেন। হাওড়া জেলা থেকে রূপনারায়ণ নদী পেরিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের ত্রিবেদী পার্কে পিকনিক করতে এসেছিলেন। পিকনিক সেরে বাড়ি ফেরার পথে রূপনারায়ণ নদীতে (Rupnarayan River) নৌকাডুবি আর যার ফলে নৌকায় থাকা যাত্রীরা নদীতে পড়ে যান। অপর একটি বোট বেশ কিছু যাত্রীকে এসে উদ্ধার করে, তবে এখনও পর্যন্ত নিখোঁজ ৫ জন।
হাওড়ার শিবপুর থেকে কয়েকজন পিকনিকের জন্য বাগনানের মানকুরে আসে। সেখানে তাদের সঙ্গে যোগ দেয় আত্মীয়রা। পরে একটি নৌকা করে তারা নদী পেরিয়ে পশ্চিম মেদিনীপুরের ত্রিবেনী পার্কে পিকনিক করতে যায়। স্থানীয় সূত্রে খবর, এদিন পিকনিকের শেষে নৌকায় চেপে ১৯ জন মানকুরে ফিরছিল। মাঝ নদীতে আচমকা নৌকাটি উল্টে যায়। তৎক্ষণাৎ অন্য একটি নৌকার মাঝি নৌকা নিয়ে ঘটনাস্থলে পৌঁছে কয়েকজনকে উদ্ধার করতে পারলেও ৬ জন তলিয়ে যায়।
আরও পড়ুন: ফের অগ্নিগর্ভ সন্দেশখালি, পথে নামলেন মহিলারা
বৃহস্পতিবার রাতভর তল্লাশির পর শুক্রবার সকালে উদ্ধার হল এক মহিলার মৃতদেহ। মৃতার নাম সুনন্দা ঘোষ। যে জায়গায় নৌকাটি ডুবে যায় তার কিছুটা দূরে আটকে ছিল মহিলার দেহ। এখনও নিখোঁজ ঋষভ পাল, প্রীতম মান্না, অচ্যুৎ সাহা ও অমর ঘোষ। প্রীতমের বাড়ি মানকুরে। বাকি তিনজন হাওড়ার বেলগাছিয়ার লিচু বাগান এলাকারা বাসিন্দা। তাঁদের খোঁজে পুলিশ রূপনারায়ণে তল্লাশি চালাচ্ছে। নিখোঁজদের খোঁজে এখনও তল্লাশি চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। ১২ ঘন্টা পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত নিখোঁজদের কোনও সন্ধান পাওয়া যায়নি। ক্রমেই উদ্বেগ বাড়ছে এলাকায়।
অন্য খবর দেখুন