Placeholder canvas

Placeholder canvas
HomeখেলাYear Ender 2021: সোনার ছেলে নীরজ, হকিতে ভারতের ব্রোঞ্জ, ফিরে দেখা খেলার...

Year Ender 2021: সোনার ছেলে নীরজ, হকিতে ভারতের ব্রোঞ্জ, ফিরে দেখা খেলার দুনিয়া

Follow Us :

২০২১ সালের ৭ অগস্ট৷ ভারতীয় ক্রীড়া ইতিহাসের সবচেয়ে উল্লেখযোগ্য দিন৷ অলিম্পিকের মঞ্চে এদিনই ইতিহাস গড়েছিলেন নীরজ চোপড়া৷ পিটি উষা, মিলখা সিংরা যে স্বপ্ন দেখে এসেছিলেন, সেটাই বাস্তবে পরিণত হয়েছিল নীরজের হাত ধরে৷ স্বাধীনতার পর প্রথম ভারতীয় হিসাবে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে সোনা জিতেছিলেন নীরজ৷ জ্যাভলিন থ্রোয়িংয়ে ৮৭.৫৮ মিটার স্কোর করে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ভারতকে প্রথম সোনা এনে দিয়েছেন তিনি৷
——–
কথা ছিল ২০২০ সালে হওয়ার৷ কিন্তু ভয়ঙ্কর করোনার প্রভাবে সমস্ত কিছুর মতো ক্রীড়া বিশ্বও ওলট পালট হয়ে গিয়েছিল৷ পিছিয়ে গিয়েছিল অলিম্পিকের মতো ক্রীড়া বিশ্বের সেরা প্রতিযোগিতা৷ দীর্ঘ একবছরের বিরতির পর ২০২১ সালেই আয়োজিত হয়েছিল টোকিও অলিম্পিক৷ যেখানে গড়ে উঠেছে নানান রেকর্ড৷ আবার ভেঙেওছে৷ ২০২১ সালের ২৩ জুলাই শুরু হয়েছিল এবারের অলিম্পিক প্রতিযোগিতা৷ শেষ হয়েছিল ৭ অগস্ট৷
———-
২০২১ সালের অলিম্পিকে রেকর্ডের ছড়াছড়ি৷ সেই মঞ্চেই নতুন রেকর্ড গড়েছিল ভারত৷ চার দশকের রেকর্ড ভেঙেছিল ভারত৷ টোকিও অলিম্পিকে ৭টি পদক জিতেছে ভারত৷ একসঙ্গে এটাই ছিল ভারতের সর্বোচ্চ৷ শুধু তাই নয় প্রায় চার দশক পর অলিম্পিকের তালিকায় ৪৮ প্রথম ৫০টি দেশের মধ্যে নিজেদের জায়গা করে নিয়েছিল টিম ইন্ডিয়া৷ যেখানে ভারতের ঝুলিতে এবার ছিল ১টি সোনা, দুটো রুপো এবং ৪টি ব্রোঞ্জ৷ ২০০৮ সালে ভারত ছিলে ৫১ নম্বরে৷
———–
হকি মানেই একসময় ছিল ভারতের রাজত্ব৷ কিন্তু কালের নিয়মে, সেই গৌরব ক্রমশই ঝাপসা হচ্ছিল ভারতের৷ যে হকির মাঠে একসময় ধ্যানচাঁদের জাদু দেখা যেত, অলিম্পিকের মঞ্চে সেই হকিতেই ক্রমশ পিছিয়ে পড়ছিল ভারত৷ ২০২১ সালেই অলিম্পিকের মঞ্চে ফের হকিতে পদক জেতে ভারত৷ ৪১ বছরের পদক খরা কাটে ভারতের৷ জার্মানির সঙ্গে দুরন্ত লড়াই৷ টোকিও অলিম্পিকে হকিতে ব্রোঞ্জ জেতে ভারতীয় পুরুষ হকি দল৷

RELATED ARTICLES

Most Popular