কাকদ্বীপ: এক সপ্তাহের মধ্যে দেশে চালু হতে চলেছে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ)। গ্যারান্টি দিয়ে এই দাবি করলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে রবিবার এক সভায় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে পাশে বসিয়ে তিনি বলেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি, আগামী সাতদিনের মধ্যে শুধু বাংলায় নয়, গোটা দেশে সিএএ চালু হবে।
আরও পড়ুন: বাড়বে তাপমাত্রা, ফের বঙ্গে বৃষ্টির পূর্বাভাস
বনগাঁর লোকসভা কেন্দ্রের সাংসদ শান্তনু আরও বলেন, রামমন্দির উদ্বোধন হয়ে গিয়েছে। এরপর আর সাতদিনের মধ্যে সিএএ লাগু হবে দেশজুড়ে। শুধু পশ্চিমবঙ্গ নয়, দেশের প্রতিটি রাজ্যে এক সপ্তাহের মধ্যে সিএএ লাগু হবে, আমি গ্যারান্টি দিয়ে বলছি।
অন্য় খবর দেখুন