Placeholder canvas

Placeholder canvas
HomeদেশJammu Kashmir Explosion: জোড়া বিস্ফোরণে উত্তপ্ত উপত্যকা, জখম ৭

Jammu Kashmir Explosion: জোড়া বিস্ফোরণে উত্তপ্ত উপত্যকা, জখম ৭

Follow Us :

জন্মু: সাধারণতন্ত্র দিবসের আগে এবং ভারত জোড়ো যাত্রার মধ্যেই জোড়া বিস্ফোরণে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর (Jammu & Kashmir)। ঘটনায় গুরুতর জখম (Injured) ৭ জন। শনিবার (Saturday) সকালে জম্মুর নরওয়াল (Narwal) এলাকায় ১৫ মিনিটের ব্যবধানে এই জোড়া বিস্ফোরণ (Explosion) ঘটে। ঘটনায় জখমদের নিকটবর্তী হাসপাতালে (Hospital) নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাঁরা প্রত্যেকেই সেখানে চিকিৎসাধীন। ২৪ ঘন্টা কাটতে না কাটতেই উপত্যকায় ফের বিস্ফোরণ ঘটায় সাধারণ মানূষের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে।   
আগামী সোমবার, ২৩ জানুয়ারি নেতাজি জন্মদিবস। তার দুদিন বাদেই ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবস। ওই দিনই শ্রীনগরে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার সমাপ্তি ঘটবে। সেখানে জাতীয় পতাকা তোলার কথা রাহুলের। তার আগেই এই একাধিক বিস্ফোরণে রাহুলের নিরাপত্তা নিয়েও উদ্বেগ বেড়েছে প্রশাসনের। উদ্বিগ্ন কংগ্রেসের শীর্ষ নেতৃত্বও। 

আরও পড়ুন: Hariyana Panchkula-JoshiMath: জোশী মঠের মতো শঙ্কিত হরিয়ানার পাঁচকুলার বাসিন্দারা 

জম্মু ও কাশ্মীর পুলিশের প্রাথমিক অনুমান, এদিন দুটি বিস্ফোরণই ঘটানো হয়েছে আইইডি (IED)-র মাধ্যমে। অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল অফ পুলিশ (ADGP) মুকেশ সিং জানান, নরওয়াল এলাকায় প্রথম বিস্ফোরণটি (Explosion) ঘটে সকাল সাড়ে ১০টা নাগাদ। তার ১৫ মিনিটের মধ্যেই দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে। এই জোড়া বিস্ফোরণের ঘটনায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।   
পুলিশ সূত্রে জানা গিয়েছে, যেখানে জোড়া বিস্ফরণটি হয়েছে সেটি বাণিজ্যিক এলাকা হিসেব বেশ পরিচিত। পাশাপাশি ওই এলাকায় গাড়ি মেরামতি এবং যন্ত্রাংশের অনেক দোকান রয়েছে। বিস্ফোরণের পর গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ। রয়েছে কড়া নজরদারি। অভিযুক্তদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযানও। বিকেল পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন এই জোড়া বিস্ফোরণের দায় স্বীকার করেনি।     
এক প্রত্যক্ষদর্শী জানান, এদিন সকাল সাড়ে ১০ টা নাগাদ রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বোলেরো গাড়িতে প্রথম বিস্ফোরণ হয়। সেই সময় আহত হন পাঁচ জন। তার ১৫ মিনিটের মধ্যেই ফের বিস্ফোরণ ঘটে সেখানে। তখন আরও দু’জন জখম হন।     
প্রসঙ্গত, শুক্রবারই জম্মুতে (Jammu) ঢুকেছে ‘ভারত জোড়ো যাত্রা’। তার জন্য নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা উপত্যকা। শনিবার ভারত জোড়ো যাত্রার বিশ্রাম ছিল। এরই মাঝে বিস্ফোরণের ঘটনায় তৈরি হয়েছে আতঙ্ক। 

RELATED ARTICLES

Most Popular