Placeholder canvas

Placeholder canvas
HomeকলকাতাWeather Update | চড়ছে পারদ! নাজেহাল বঙ্গবাসী, বর্ষা কবে ঢুকছে এরাজ্যে? 

Weather Update | চড়ছে পারদ! নাজেহাল বঙ্গবাসী, বর্ষা কবে ঢুকছে এরাজ্যে? 

Follow Us :

কলকাতা: ফের গরম বাড়ছে দক্ষিণবঙ্গে। জ্যৈষ্ঠের তপ্ত রোদে হাঁসফাঁস অবস্থা শহরবাসীর। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী বেশ কয়েকদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস থাকলেও যে স্বস্তি মিলবে এমনটা নয়। গত সপ্তাহের বেশিরভাগ দিনই ঝড়-বৃষ্টি হওয়ায় তাপমাত্রা তেমন একটা বাড়েনি। তবে সোমবার থেকেই ফের পারদ চড়তে শুরু করেছে। হাওয়া অফিস জানাচ্ছে, আগামী কয়েকদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার পারদ তিন থেকে চার ডিগ্রি বাড়তে পারে। তাপমাত্রা বেশি থাকার পাশাপাশি থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তিও। ৪০ ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে যেতে পারে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানের মতো পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা।

এদিকে আগামী ২৪ ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে ৩৭ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস, এটিও স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৪৯ থেকে ৯১ শতাংশ। শহরে আজ বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। তবে বুধবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

এদিকে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি, এই পাঁচ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গল ও বুধবার। তবে আজ থেকে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে তাপমাত্রা বেশ কিছুটা ঊর্ধ্বমুখী হতে পারে।

আরও পড়ুন: IPL Final | CSK Won | আইপিলের রঙ হলুদ! গুজরাতকে হারিয়ে পঞ্চমবার চ্যাম্পিয়ন মাহির চেন্নাই

উল্লেখ্য, সময় অনুযায়ী বর্ষার দুয়ারে থাকার কথা। কারণ কেরলে বর্ষা প্রবেশ করে ১ জুনের আশেপাশে, ৮ জুন এরাজ্যে। তবে এবার কিছুটা দেরিতে ঢুকতে পারে মৌসুমি বায়ু। যার জেরে এরাজ্যেও বেশ খানিকটা দেরিতেই বর্ষার আগমন হতে পারে। 

অন্যদিকে, রাজস্থানে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সেই ঘূর্ণাবর্তটি থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। আরও একটি অক্ষরেখা রয়েছে মধ্যপ্রদেশ থেকে তামিলনাড়ু পর্যন্ত। হাওয়া অফিস জানিয়েছে, ভারী বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইতে পারে উত্তরপ্রদেশ ও রাজস্থানে। ভারী বৃষ্টি হতে পারে কেরল, কর্নাটক, তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশেও।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Stadium Bulletin | মুম্বইকে হারিয়ে প্রথম দল হিসেবে প্লে-অফে নাইটরা
02:11
Video thumbnail
Lok Sabha Election | সোমবার বাংলার ৮টি লোকসভা কেন্দ্রে ভোট, আসানসোলে কি পরিস্থিতি দেখুন ভিডিওতে
01:57
Video thumbnail
Lok Sabha Election 2024 | সোমবার চতুর্থ দফার ভোট, ইভিএম নিয়ে বুথমুখী ভোটকর্মীরা
03:41
Video thumbnail
পায়ে পায়ে ধর্মযুদ্ধে | সৌগতর বর্ণাঢ্য প্রচার থেকে ক্ষতিগ্রস্তদের পাশে সেলিম
02:41
Video thumbnail
Sandeshkhali | দ্বিতীয় ভাইরাল ভিডিয়োতে অস্ত্র মজুতের কথাবার্তা, সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি
07:39
Video thumbnail
Sandeshkhali | সন্দেশখালির জেলিয়াখালিতে 'দুষ্কৃতীরাজ', আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ডাকাতির অভিযোগ
01:39
Video thumbnail
Daulatabad | চাকু দিয়ে এলোপাথাড়ি কোপ উচ্চ-মাধ্যমিক ছাত্রীকে, পুলিশের কাছে আত্মসমর্পণ অভিযুক্তের
02:27
Video thumbnail
Narendra Modi | আজ বঙ্গে প্রচারে মোদির 'ঝোড়ো ইনিংস', ভোটের আবহে ফের কী বার্তা দেবেন মোদি?
02:09
Video thumbnail
Lok Sabha Election 2024 | বীরভূমের BJP মনোনীত প্রার্থীর মনোনয়ন বাতিল, অভিযোগ দেবাশিস ধরের
04:53
Video thumbnail
SandeshKhali Video | 'আন্দোলন চালিয়ে যেতে ৭২ জন মহিলাকে টাকা', রহস্য আরও বাড়াল দ্বিতীয় ভিডিয়ো
06:10