HomeদেশBomb Threat | Delhi School | ফের দিল্লির স্কুলে বোমাতঙ্ক, ঘটনাস্থলে বম্ব...

Bomb Threat | Delhi School | ফের দিল্লির স্কুলে বোমাতঙ্ক, ঘটনাস্থলে বম্ব স্কোয়াড

Follow Us :

নয়াদিল্লি: সাত সকালে রাজধানীর স্কুলে বোমাতঙ্ক (Bomb Threat)। মঙ্গলবার সকালে দক্ষিণ দিল্লির (South Delhi) পুষ্প বিহারের অমৃতা স্কুলে (School) ইমেল মারফৎ বোমা রাখার কথা জানানো হয়েছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে (Police)। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দিল্লি পুলিশের বিশেষ টিম। খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডকে। কে বা কারা এই বোমা রাখার খবর পাঠিয়েছে তা তদন্ত করে দেখছে পুলিশ। স্কুলের পড়ুয়াদের নিরাপদে রাখতে সবরকম উদ্যোগ নেওয়া হয়েছে।

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, দিল্লির পুষ্প বিহারে অমৃতা স্কুলে সকাল ৬ টা ৩৫ নাগাদ একটি হুমকি মেইল আসে। সেখানে জানানো হয়, স্কুলে বোমা রাখা হয়েছে। এরপরই স্কুল কর্তৃপক্ষ পুলিশকে জানায়। খবর পেয়ে ঘটমাস্থলে যায় পুলিশ। সঙ্গে পৌঁছায় বম্ব স্কোয়াডও। পুলিশ জানিয়েছে, স্কুল চত্বরে পৌঁছনোর সঙ্গে সঙ্গেই গোটা স্কুল বিল্ডিং খালি করে দেওয়া হয়।

আরও পড়ুন:Chief Justice DY Chandrachud | Justice MR Shah | বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের বক্তৃতায় পাকিস্তানি কবির পংক্তি, আবেগঘন বিচারপতি চন্দ্রচূড়

দিল্লির একাধিক স্কুলে বোমাতঙ্কের ঘটনা ঘটছে। এর আগেও রাজধানী দিল্লির সাদিক নগরে ইন্ডিয়ান স্কুলে এবং মথুরায় ডিপিএস স্কুলে একই ধরনের বোমাতঙ্কের ঘটনা ঘটেছিল। ১২ এপ্রিল এবং ২৬ এপ্রিল একই ভাবে ইমেল মারফৎ বোমা রাখার খবর এসেছিল। তারপরই তড়ঘড়ি স্কুল বিল্ডিং খালি করে দেওয়া হয়। বম্ব স্কোয়াড এসে গোটা বিল্ডিংয়ের তল্লাশি চালিয়েও কোনও বোমা মেলেনি। ভুয়ো বোমাতঙ্কের খবর ছড়ানো হয়েছিল বলে পুলিশ জানিয়েছিল। 

RELATED ARTICLES

Most Popular