কলকাতা: মাত্র ৪৫ বছর বয়সে জীবনাবসান। চলে গেলেন দক্ষিণ ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা বিনোদ থমাস (Vinod Thomas)। কেরলের (Kerala) কোট্টায়ামের (Kottayam) পাম্পাদির কাছে একটি হোটেলে পার্ক করা গাড়ির মধ্যে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে তাঁকে। সমস্ত শরীর একেবারে পুড়ে ছাই। কীভাবে এমন হতে পারে অভিনেতার? পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। হাসপাতালেও নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। তবে কোনও লাভ হয়নি। অভিনেতার এই অস্বাভাবিক মৃত্যুতে শোকের ছায়া বিনোদন জগতে।
আরও পড়ুন: নীল ঢেউয়ের উত্তালেও মনমরা অমিতাভ বচ্চন?
অভিনেতার মৃত্যুর খবর হোটেল কর্তৃপক্ষকে জানানোর পরে খবর নিয়ে জানা যায়, একজন ব্যক্তি দীর্ঘদিন ধরে বাগানে পার্ক করা একটি গাড়ির ভিতরে ছিলেন। পুলিশ সূত্রে পাওয়া এই খবরে আরও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, গাড়ির এসি থেকে বিষাক্ত গ্যাস ক্রমাগত হয়তো নির্গত হতে থাকে। সেই সময় নিঃশ্বাস নিতে না পারার কারণেই হয়তো মৃত্যু হয়েছে বলে অনুমান। ময়নাতদন্তের পরই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ। থমাস ‘আয়াপ্পানুম কোশিয়াম’, ‘নাথোলি ওরু চেরিয়া মীনাল্লা’, ‘ওরু মুরাই ভান্থ পাঠায়া’, ‘হ্যাপি ওয়েডিং’ এবং জুনের মতো চলচ্চিত্রে তাঁর ভূমিকার জন্য তিনি সুপরিচিত।
চলতি বছরেরই সেপ্টেম্বর মাসে রাজস্থানের শ্রীগঙ্গানগর জেলায় গাড়িতে রাখা একটি সিলিন্ডার বিস্ফোরণে ২৪ বছর বয়সী এক ব্যক্তি গাড়ির ভিতরেই দগ্ধ হয়ে প্রয়াত হন। ডিএসপি প্রশান্ত কৌশিক জানিয়েছেন, প্রাথমিক তদন্ত অনুসারে, নিউ চাওলা কলোনির বাসিন্দা সংকেত বনসাল গাড়ি চালানোর সময় ফোনে কথা বলছিলেন এবং হঠাৎ গাড়িতে রাখা একটি গ্যাস সিলিন্ডারে আগুন ধরে যায়। এবং তখনই বিস্ফোরণ ঘটে।
দেখুন আরও অন্য খবর: