কলকাতা: জ্বর, কাশি নিয়ে সাঁতরাগাছিতে প্রশাসনিক সভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সভার শুরুতেই মমতা অসুস্থতার (Mamata is sick) কথা জানান। হাওড়ায় সরকারি পরিষেবা প্রদান এবং একাধিক প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠান ছিল। মঞ্চে উঠেই তিনি বলেন, দুদিন ধরে ধরনার সময় রংয়ের গন্ধ গলায় ঢুকেছে। তার জন্য কাশি হয়েছে। গায়ে ১০১ জ্বর। তাই আমি কম কথা বলছি। তাঁকে এদিন বেশ ক্লান্ত দেখাচ্ছিল। গলাও ছিল একটু ভাঙা।
কিছুক্ষণ পর অবশ্য মমতা পরিচিত মেজাজে ফিরে আসেন। তিনি বলেন, অসুস্থতা আমাকে কাবু করতে পারে না। আমার জন্ম হয়েছে আন্দোলনের মধ্য দিয়ে। মৃত্যুও হবে আন্দোলনের মধ্যে। আমার নাম আন্দোলন, আমার নাম সংগ্রাম। বাংলা কখনও মাথা নত করতে জানে না। আমিও মাথা নত করি না। আমি মা-বোনেদের টাকা বন্ধ হতে দেব না।
আরও পড়ুন: সংরক্ষণের বিরোধী ছিলেন নেহরু, সংসদে বিস্ফোরক মোদি
প্রায় আধ ঘণ্টা ভাষণ দেন মুখ্যমন্ত্রী। পরে তিনি বলেন, আপনাদের কাছে এসে আমার জ্বর কমে গিয়েছে। আমি ভালো হয়ে গিয়েছি। আপনারা আমার জন্য চিন্তা করবেন না। এই সব রোগ আমাকে কখনও কাবু করতে পারেনি। আমি লাঠি-গুলির বিরুদ্ধে লড়াই করে এসেছি। অনেক অপমান সহ্য করেছি। যেদিন থাকব না, সেদিনও আমার নামের পাশে আন্দোলনের কথা লেখা থাকবে। এদিন সভায় ভিড় হয়েছিল চোখে পড়ার মতো। হাওড়ার জন্য তৃণমূল সরকার কী কী করেছে, তার লম্বা ফিরিস্তি দেন মুখ্যমন্ত্রী। সভা থেকে তিনি ২৫২ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করেন।
অন্য খবর দেখুন