Placeholder canvas

Placeholder canvas
Homeআন্তর্জাতিকImran Khan Arrest Updates | ইমরানের গ্রেফতারির প্রতিবাদে পাকিস্তানে বিক্ষোভের আগুন, ভাঙচুর,...

Imran Khan Arrest Updates | ইমরানের গ্রেফতারির প্রতিবাদে পাকিস্তানে বিক্ষোভের আগুন, ভাঙচুর, কাঁদানে গ্য়াস

Follow Us :

ইসলামাবাদ: ইমরান খানকে গ্রেফতারের পরপরই উত্তাল হয়ে উঠছে পাকিস্তান। সিন্ধুপ্রদেশ, লাহোর, কারকসহ বিভিন্ন জায়গায় ইমরানের দল তেহরিক ই ইনসাফের কর্মী-সমর্থকরা তাঁর মুক্তির দাবিতে পথে নেমে পড়েন। দলের তরফেও ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশি ইমরানের মুক্তির দাবিতে লড়াইয়ের ডাক দিয়েছেন। মঙ্গলবারের মধ্যেই দল ভবিষ্যৎ কর্মপন্থা ঠিক করবে বলে তিনি জানান। দলের পক্ষ থেকে টুইটে একটি ভিডিয়ো আপলোপ করে বলা হয়েছে, সিন্ধু প্রদেশের পুলিশ ও পাকিস্তান পিপলস পার্টির সদস্যরা প্রতিবাদীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ছোড়ে। অবশ্য পিটিআই কর্মীরাও পুলিশকে লক্ষ্য করে ঢিল-পাটকেল ছুড়তে থাকে।

পাকিস্তানের প্রায় সব শহরেই বিকেলের মধ্যে হিংসা ছড়িয়ে পড়ে। পিটিআইয়ের সমর্থকরা পাকিস্তান সেনা মর্দান ক্যান্টনমেন্টে হামলা চালায়। লাহোরের কোর কমান্ডারের বাড়িতে হামলা চালিয়ে ভেঙে তছনছ করে দেওয়া হয়। সেনা জওয়ানদের প্রচুর স্মারক, স্মৃতিস্তম্ভ ভেঙে গুঁড়িয়ে দেয় ইমরান সমর্থকরা। তাতে আগুন ধরিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়। ক্ষিপ্ত জনতা সারগোদা ক্যান্টনমেন্টেও হামলা চালিয়ে পাকিস্তান সেনার স্মারক এবং সম্মান স্মৃতিস্তম্ভগুলি ভেঙে দেয় পিটিআই সমর্থকরা।

আরও পড়ুন: Nitish Kumar | Naveen Patnaik | নীতীশ-নবীন কথা ভুবনেশ্বরে

হ্যাশট্যাগ রিলিজ ইমরান খান লেখা আর একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে কারকে পিটিআই সমর্থকরা রাস্তায় নেমে তালি বাজিয়ে স্লোগান দিচ্ছেন। ক্যাপশনে লেখা হয়েছে, দেশকে রক্ষা করতে সাধারণ মানুষ পথে নামো। লাহোরে পিটিআই টুইটে লিখেছে মুক্ত করো লাহোরকে। লাহোরের মানুষ পথে নামো। সেখানেও কয়েকশো মানুষকে রাস্তায় নেমে প্রতিবাদ দেখাতে দেখা যাচ্ছে। লাহোর ক্যান্টনমেন্টের পথে হাজার হাজার মানুষ ইমরানের মুক্তির দাবিতে মিছিল করেন।

এদিকে, ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আমির ফারুক এদিনই ইমরান খানকে আদালত চত্বর থেকে গ্রেফতার করা নিয়ে কঠোর ভর্ৎসনা করেন সরকারকে। তাঁর তলবে আদালতে আসা অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল জানতে চান, গাড়ি রাখার জায়গা এবং অন্যান্য জায়গাকে কি আদালত চত্বর বলা যায়? তখনই প্রচণ্ড ক্ষুব্ধ হন প্রধান বিচারপতি।

উল্লেখ করা যেতে পারে, পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্টের সামনে থেকে গ্রেফতার করা হয়। পাক আধা সামরিক বাহিনী ও পুলিশের বিশাল বাহিনী গিয়ে গ্রেফতার করে পাকিস্তান তেহরিক ই ইনসাফের নেতা ইমরানকে। দলের আইনজীবী ফয়জল চৌধুরি তাঁর গ্রেফতারির সত্যতা স্বীকার করেছেন। পিটিআইয়ের ভাইস প্রেসিডেন্ট ফাওয়াদ চৌধুরি টুইটে লিখেছেন, ইসলামাবাদ হাইকোর্ট দখল করে নেয় রেঞ্জার বাহিনী এবং আইনজীবীদের উপর রীতিমতো অত্যাচার করা হয়। ইমরানের গাড়িও ঘিরে ফেলা হয় সশস্ত্র বাহিনী দিয়ে। এই ঘটনার পরই গোটা দেশে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

এদিন বিস্ময়ের চমক ছড়িয়ে আল কাদির ট্রাস্ট মামলায় তাঁকে গ্রেফতার করে পুলিশ। এদিন দুপুরে প্রাক্তন ক্রিকেট তারকা তথা পাক ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ইমরান আদালতে হাজিরা দিতে এসেছিলেন।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
নারদ নারদ (14.05.24) | কেন্দ্রীয় প্রকল্পে কোটি টাকার দুর্নীতি! ধৃত শুভেন্দুর ঘনিষ্ঠ কুমারজিৎ সিনহা
17:30
Video thumbnail
সেরা ১০ | ইন্ডিয়া জোট পাবে ২৯৫ থেকে ৩১৫ আসন : মমতা
16:28
Video thumbnail
ধর্মযুদ্ধে রণহুঙ্কার | তৃণমূল মোল্লা-মাদ্রাসা-মাফিয়া : অমিত শাহ
05:15
Video thumbnail
Mamata Banerjee | হাওয়া বদল হচ্ছে, মানে ফোর টোয়েন্টি গ্যারান্টি বদল হচ্ছে : মমতা
02:12
Video thumbnail
Amit Shah | বাংলায় ৩০ আসন পেলে ঘরে ঘরে নাগরিকত্ব', বনগাঁর সভায় বললেন অমিত শাহ
03:44
Video thumbnail
ধমযুদ্ধের দামামা | কালিপদ সরেনের সমর্থনে রোড শো দেবের
06:43
Video thumbnail
Stadium Bulletin | ভারতের পরবর্তী কোচ কি আবার রবি শাস্ত্রী?
14:25
Video thumbnail
Mamata Banerjee | 'মা-বোনেদের অসম্মান করা হয়েছে', সন্দেশখালি নিয়ে বিজেপিকে তোপ মমতার
06:19
Video thumbnail
Sandeshkhali | সন্দেশখালির উপরে বিশেষ নজর কমিশনের, মিডিয়া মনিটরিং সিস্টেমের মাধ্যমে নজরদারি
03:22
Video thumbnail
C V Ananda Bose | ৩টি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল
01:11