Placeholder canvas

Placeholder canvas
HomeদেশC J Ramana: রামপুরহাট আবহে বিস্ফোরক সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, তদন্তে সিবিআই...

C J Ramana: রামপুরহাট আবহে বিস্ফোরক সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, তদন্তে সিবিআই সব সময় নিরপেক্ষ নয়

Follow Us :

নয়াদিল্লি: কলকাতা হাইকোর্টের নির্দেশে রামপুরহাটে (Rampurhat CBI) গ্রামবাসীদের কুপিয়ে ও পরে পুড়িয়ে খুনের ঘটনার তদন্ত করছে সিবিআই৷ রায়কে স্বাগত জানালেও হুঁশিয়ারি দিয়ে তৃণমূল জানিয়েছে, সঠিক ভাবে তদন্ত পরিচালিত না হলে প্রতিবাদ ও গণআন্দোলন হবে৷ এই আবহে বিস্ফোরক মন্তব্য করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রামানা (CJI NV Ramana)৷ শুক্রবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার (Ramana to CBI) অনুষ্ঠানে হাজির হয়ে তিনি বলেন, কখনও কখনও সিবিআইয়ের অতিসক্রিয়তা এবং নিষ্ক্রিয়তা তদন্তকারী সংস্থার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দেয়৷ সিবিআইকে তাঁর পরামর্শ, মানুষের আস্থা ও ভরসাই পারবে ভাবমূর্তি ফেরাতে৷ সেটা করতে হলে সবার আগে রাজনৈতিক ও ক্ষমতাবানদের সঙ্গে অশুভ আঁতাত ভাঙতে হবে কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সিকে৷

‘গণতন্ত্রে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা ও দায়িত্ব’ নিয়ে বক্তব্য পেশ করছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি৷ তাঁর মতে, সিবিআই, এসএফআইও, ইডি ইত্যাদি তদন্তকারী সংস্থাকে এক ছাতার তলায় নিয়ে আসার জন্য একটি বিধিবদ্ধ স্বাধীন প্রতিষ্ঠান তৈরির প্রয়োজনীয়তা দেখা দিয়েছে৷ তাতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির ক্ষমতা ও ভূমিকা নির্ধারণ এবং এলাকা বিন্যাস নিয়ে স্পষ্ট উল্লেখ থাকবে৷ পাশাপাশি পুলিসি ব্যবস্থাতেও ব্যাপক সংস্কার প্রয়োজন বলে জানান দেশের প্রধান বিচারপতি৷ এন ভি রামানা বলেন, ‘দুর্নীতির অভিযোগকে ঘিরে পুলিসের ভাবমূর্তি নষ্ট হচ্ছে৷ অনেক পুলিস অফিসার আমাদের জানান, ক্ষমতাশালীদের হাতে হেনস্থা হতে হয় তাদের৷’ এরপরই তাঁর তাৎপর্যপূর্ণ মন্তব্য, ‘রাজনৈতিক ক্ষমতাবানেরা সময়ের সঙ্গে সঙ্গে সরে যাবে৷ কিন্তু আপনাদের জায়গাটা স্থায়ী৷’

সাম্প্রতিকতম বাংলায় ঘটে যাওয়া একের পর এক ঘটনায় সিবিআই তদন্তের দাবি তুলেছে বিরোধীরা৷ হাইকোর্টের নির্দেশে বগটুই গ্রামের হত্যালীলার তদন্ত করছে সিবিআই৷ এসএসসিতে নিয়োগে দুর্নীতি মামলাতেও সিবিআই তদন্তের দাবি উঠেছে৷ হাওড়ার আমতার ছাত্রনেতা আনিস খান খুন হোক কিংবা পুরুলিয়ার ঝালদায় কংগ্রেস কাউন্সিলরের খুন, সেখানেও সিবিআই তদন্তে অনড় পরিবার৷ যদিও শাসকদলের তরফে প্রতিটি ঘটনাতে সিবিআই তদন্তের বিরোধিতা করা হয়েছে৷ অতীতের ট্র্যাক রেকর্ড বের করে এনে তৃণমূল নেতারা জানান, নোবেল চুরি, তাপসী মালিক ধর্ষণ ও খুন ইত্যাদি ঘটনার তদন্ত এখনও নিষ্পত্তি হয়নি৷ তাই সব ব্যাপারে সিবিআই তদন্তের দাবি তোলা নিরর্থক৷ যদিও এন ভি রামানা মনে করেন, সিবিআইকেও অনেক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে কাজ করতে হয়৷ যার মধ্যে রয়েছে পরিকাঠামোর অভাব, লোকবলের অভাব, আধুনিক যন্ত্রপাতির অভাব ইত্যাদি৷ আবার রাজনৈতিক পালাবদলের প্রভাবও তদন্তে এসে পড়ে৷ অনেক সময় তদন্তকারী অফিসারকে অন্যত্র সরিয়ে দেওয়া হয়৷ এই সব কারণে অনেক সময় অপরাধ করেও উপযুক্ত প্রমাণের অভাবে ছাড়া পেয়ে যায় অভিযুক্ত৷ আদালতের পক্ষে প্রতি পদে পদে নজরদারি চালানো সম্ভব নয়৷

আরও পড়ুন: Russia-Ukraine peace talks: রাশিয়ায় ইউক্রেনের বিমানহানা শান্তি বৈঠকে ব্যাঘাত ঘটাবে, বলল ক্রেমলিন

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
BJP | হাইকোর্টে ধাক্কা খেল বিজেপি, আর্জি শুনলই না প্রধান বিচারপতির বেঞ্চ
01:14
Video thumbnail
Loksabha Election 2024 | ভোটের মধ্যে ফের রদবদল, দ: কলকাতা নির্বাচনী আধিকারিককে অপসারণ
01:56
Video thumbnail
Amit Shah | ডেবরায় অমিত শাহ, কী বললেন দেখুন ভিডিও
09:11
Video thumbnail
Top News | খড়গপুরে হিরণের আপ্তসহায়কের বাড়িতে পুলিশি 'হানা'
44:02
Video thumbnail
Kaustuv Ray | ইডি-অভিযোগে মামলার যোগ কী, প্রশ্ন আদালতের
06:17
Video thumbnail
আমার শহর (Amar Sahar ) | জয়গাঁ খোকলাবস্তিতে জলকষ্ট, কিনতে হচ্ছে জল
02:16
Video thumbnail
Lok Sabha Election 2024 | কলকাতা হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু-হিরণ, পুলিশি হানার প্রতিবাদে মামলা
01:33
Video thumbnail
High Court | পাণ্ডবেশ্বরে যৌথ মঞ্চের মিছিলের অনুমতিতে 'না', মামলা দায়েরের অনুমতি হাইকোর্টের
01:04
Video thumbnail
Mamata Banerjee | সৌগত রায়ের সমর্থনে খড়দহে মুখ্যমন্ত্রীর নির্বাচনী জনসভা, থাকছে কড়া নিরাপত্তা বলয়
02:53
Video thumbnail
Haroa | উত্তপ্ত হাড়োয়া, বাঁশ-লাঠি নিয়ে ISF নেতার বাড়ি ভাঙচুর, মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
02:11